• ‘বাজি ধরে সাঁতার’ কাড়ল প্রাণ, ঝিলে ডুবে মৃত কিশোর
    আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
  • বন্ধুদের সঙ্গে সাঁতারে ‘রেষারেষি’ করার সময়ে ঝিলে ডুবে মৃত্যু হল বছর সতেরোর এক কিশোরের। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরিতে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ঝিলের জলে ডুবেই মৃত্যু হয়েছে মহম্মদ সুফিয়ান নামে ওই কিশোরের। ঘটনায় তার এক বন্ধুকে আটক করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ কয়েক জন বন্ধুর সঙ্গে ঝিলে নেমেছিল সুফিয়ান। তার কিছু ক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ, ডুবুরি, র‍্যাফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঝিলের জলে ডুবুরি নামিয়ে সুফিয়ানের খোঁজ শুরু হয়। ফেলা হয় জাল। প্রায় ঘণ্টা তিনেক পরে উদ্ধার হয় ওই কিশোরের দেহ।

    কী ভাবে ঘটল এমন ঘটনা? সুফিয়ানের এক বন্ধু জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা কয়েক জন ঝিলে নামার পরে সাঁতার কাটার বাজি ধরে। ঠিক হয়, ঝিলের অন্য পারে সাঁতার কেটে গিয়ে ফের সকলে এ-পারে আসবে। পুলিশ জেনেছে, ঝিলের মাঝখানে গিয়ে সুফিয়ান হাঁফিয়ে যায়। তার পরেই সে তলিয়ে যেতে শুরু করে। ওই কিশোরের এক বন্ধু বলে, ‘‘সুফিয়ান ডুবে যাচ্ছে দেখে আমি ওকে জাপটে ধরে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু সুফিয়ান আমাকে জড়িয়ে ধরায় আমিও ডুবে যাচ্ছিলাম। নিজে বাঁচতে কোনও মতে এ-পারে চলে আসি।’’

    ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, সুফিয়ানের বাড়ি বাঁকড়ার মণ্ডলপাড়ায়। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বন্ধুরা সুফিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুফিয়ান সাঁতার জানত। তা সত্ত্বেও সে কী ভাবে ডুবে গেল, সেই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যেরা। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা-ও তদন্তে দেখা হবে।
  • Link to this news (আনন্দবাজার)