জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুই
আনন্দবাজার | ১৭ আগস্ট ২০২৫
লক্ষ্মীর ভান্ডারে নথি জালিয়াতির অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার দু’জন। ধৃতদের গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম পুলিশ। ধৃতদের নাম সাকোতারা বিবি ও রাশেদ শেখ। ধৃত রাশেদ সিপিএম নেতা। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠুপুরের সাকোতারা বিবি নামে এক মহিলার নামে দু’টি লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট রয়েছে। মোবাইল নম্বর ও আধার কার্ডে জালিয়াতি করে এই দুর্নীতি করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন। তদন্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে রবিবার সকালে রঘুনাথগঞ্জের মিঠিপুরে অভিযান চালায় ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম পুলিশ। গ্রেফতার করা হয় সিপিএমের পঞ্চায়েত সদস্য নূরনেশা বিবির শাশুড়ি সাকোতারা বিবিকে। গ্রেফতার হন নূরনেশার বিবির স্বামী রাশেদও।