তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন: আট দিন পর প্রথম গ্রেফতারি, মিলল ৯ এমএম পিস্তল
আনন্দবাজার | ১৭ আগস্ট ২০২৫
কোচবিহারে তৃণমূল পঞ্চায়েত প্রধানের পুত্র তথা যুব তৃণমূল নেতার খুনের ঘটনায় আট দিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, ওই ৯ এমএম পিস্তলটি দিয়েই ভরা বাজারে খুন করা হয়েছিল অমর রায়কে।
পুলিশ সূত্রে খবর, অমরের খুনের ঘটনায় বিনয় রায় নামে এক জনকে গ্রেফতার করেছে তারা। বিনয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল এবং ৪ রাউন্ড গুলি। ধৃত যুবকের বাড়ি কোচবিহার-২ ব্লকের সিদ্ধেশ্বরী এলাকায়।
পুলিশের দাবি, যুবনেতা অমরের সঙ্গে বিনয়ের পুরনো শত্রুতা ছিল। সেখান থেকেই এই খুনের ঘটনা। তবে বিনয় একা নন, আরও কয়েক জন খুনে জড়িত থাকতে পারেন। তাঁদের খোঁজ চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত বিনয়কে। রবিবার কোচবিহার পুলিশ লাইনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, ‘‘গত ৯ অগস্ট কোচবিহারের ডোডেয়ার হাটে অমর রায় এবং তাঁর চার বন্ধু মাংস কিনতে গিয়েছিলেন। সেই সময় সেখানে একটি গুলি চালানোর ঘটনা ঘটে এবং অমরের শরীরে চারটি গুলি লাগে। মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অসম-বাংলা সীমান্ত থেকে বিনয় রায় নামে এক জনকে গ্রেফতার করেছে।’’
পুলিশ জানিয়েছে, তাঁর নামে এর আগেও অনেক মামলা রয়েছে। চুরি-ছিনতাই, পক্সো-সহ বেশ কিছু মামলায় অভিযুক্ত তিনি। ধৃতের কাছে পাওয়া আগ্নেয়াস্ত্রটি বেআইনি। পুলিশ সুপার বলেন, ‘‘অভিযুক্ত গত ৯ বছর ধরে শিলিগুড়িতে বসবাস করছেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।’’