• তরুণীকে কোপ, আত্মহত্যার চেষ্টা সিভিকের
    আনন্দবাজার | ১৬ আগস্ট ২০২৫
  • প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বছর বাইশের এক যুবতীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক কর্মীর বিরুদ্ধে। এর পর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই সিভিক। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া মোড়ের ঘটনা। বিশ্বজিৎ খাঁ নামে ওই সিভিক কর্মী ও সুস্মিতা মণ্ডল নামে ওই যুবতীকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সুস্মিতার শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

    স্থানীয় এবং পুলিশ সূত্রের দাবি, অন্য রাজ্যে নার্সিং পড়তে যাওয়ার জন্য সুস্মিতাকে কিছু টাকার জোগাড় করে দেন বাসন্তী থানার সিভিক কর্মী বিশ্বজিৎ। কয়েক দিন আগে সুস্মিতা পড়া সেরে ফিরলে তাঁকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সম্মত হননি তরুণী। শুক্রবার সকালে সুস্মিতার বাড়ির সামনে তাঁকে ডাকেন বিশ্বজিৎ। দু’জনের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সে সময়ে কাটারি দিয়ে সুস্মিতার গলায় কোপ বসাতে যান ওই সিভিক। কোপ পড়ে যুবতীর হাতেও। বিশ্বজিতের আত্মীয়েরা জানান, বাড়ি ফিরে বিষ খান ওই যুবক। তবে বিশ্বজিতের অর্থ-সাহায্যের কথা মানেননি সুস্মিতার মা। তাঁর অভিযোগ, বিশ্বজিৎ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন।
  • Link to this news (আনন্দবাজার)