• দিনে নেশামুক্তি কেন্দ্র সামলে রাতে ফোন ছিনতাই ধৃতের!
    আনন্দবাজার | ১৫ আগস্ট ২০২৫
  • নিজের নেশামুক্তি কেন্দ্রেই সারা দিন মাদকাসক্তদের দেখাশোনা করত সে। আর রাত বাড়লে সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ত ছিনতাইয়ের উদ্দেশ্যে!

    লালবাজার জানিয়েছে, একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে ঢাকুরিয়া থেকে এক ছিনতাইবাজকে গ্রেফতার করে এমনই জেনেছেন লালবাজারের ছিনতাই দমন শাখার গোয়েন্দারা। ধৃতের নাম অর্ণব সরকার। বাড়ি ঢাকুরিয়া ইস্ট রোডে। মঙ্গলবার সেখান থেকেই তাকে ধরেন তদন্তকারীরা। ধৃতকে আদালত জেল হেফাজতে পাঠালেও আজ, শুক্রবার তদন্তকারীরা তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। পুলিশের এক কর্তা জানান, অন্যদের মাদকের নেশা ছাড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বছরখানেক আগে ওই নেশামুক্তি কেন্দ্র খুলেছিল অর্ণব। সেখানে বর্তমানে আট জন আবাসিক চিকিৎসাধীন আছেন। যদিও অর্ণব নিজে মাদকাসক্ত। ধৃতের দাবি, মাদকের খরচ চালাতেই সে বন্ধুকে নিয়ে ছিনতাই করত। ওই বন্ধু এখনও ধরা না পড়লেও পুলিশের দাবি, সে-ও নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, ২ অগস্ট রাতে সার্ভে পার্ক থানা এলাকার অজয়নগর সার্ভিস রোডে এক যুবকের মোবাইল ছিনতাই করে দুই যুবক। তাদের মাথায় হেলমেট ছিল না। দু’দিন পরে ফের টালিগঞ্জ থানা এলাকা থেকে মোবাইল ছিনতাই হয়। তদন্তকারীরা দুই ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অর্ণবকে শনাক্ত করেন।
  • Link to this news (আনন্দবাজার)