ধাক্কা মারায় সপাটে চড়, চোট পেয়ে হাওড়ায় মৃত্যু ভ্যানচালকের
আনন্দবাজার | ১৫ আগস্ট ২০২৫
রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছিলেন এক প্রৌঢ়। সেই সময়ে আলুর বস্তা বোঝাই তিন চাকার একটি ভ্যান তাঁকে ধাক্কা মারে। সেই ভ্যানটিও চালাচ্ছিলেন এক প্রৌঢ়। ধাক্কা খাওয়া প্রৌঢ় উত্তেজিত হয়ে সপাটে চড় কষান ওই চালককে। যার জেরে ঘটনাস্থলেই ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার দাশনগর থানা এলাকার বেনারস রোডের কোনা স্কুল মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃত ভ্যানচালকের নাম অলোক নস্কর (৫০)। তাঁকে খুনের অভিযোগে অসীম দাস নামে ৫২ বছরের অপর প্রৌঢ়কে দাশনগর থানার পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এ দিনও ভ্যানে আলুর বস্তা বোঝাই করে বিভিন্ন দোকানে পৌঁছে দিতে বেরিয়েছিলেন কোনার বাগপাড়ার বাসিন্দা অলোক। আলু বোঝাই ভ্যান নিয়ে তিনি যখন কোনা স্কুল মোড়ের কাছে আসছিলেন, তখন একটি ঢালু জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে অসীমকে ধাক্কা মারেন। অসীম সে সময়ে কয়েক জন বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। ভ্যানের ধাক্কায় পড়ে যান তিনি। তার পরে রাস্তা থেকে উঠেই উত্তেজিত হয়ে সজোরে একটি চড় মারেন ভ্যানচালক অলোককে। আর তাতেই রাস্তায় ছিটকে পড়েন অলোক। তাঁর মাথায় আঘাত লাগে। রাস্তার উপরেই লুটিয়ে পড়েন তিনি।
পুলিশ জানায়, ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান অসীম ও তাঁর বন্ধুরা। তাঁরাই অলোককে সেখান থেকে তুলে কোনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই ভ্যানচালককে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়ার পরেই আশপাশের লোকজন হাসপাতালে ছুটে এসে অসীমকে মারধর করতে শুরু করেন। খবর পেয়েপুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।