ভরসন্ধ্যায় তরুণীর সোনার হার ছিনতাই পাটুলিতে, ধৃত দুষ্কৃতী
বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরসন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা পাটুলিতে। টিউশন সেরে বাড়ি ফেরার পথে তরুণীর সোনার হার ছিনিয়ে নিয়ে পালাল দুই দুষ্কৃতী। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সিরাজুল নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। যদিও অন্যজন এখনও পলাতক।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় টিউশন সেরে বাড়ি ফিরছিলেন অভিযোগকারিণী। আচমকা তাঁর পিছু নেয় দুই দুষ্কৃতী। তিনি তাদের খেয়াল করেননি। এমন সময় আচমকা গলা থেকে সোনার হার এক টানে ছিঁড়ে নিয়ে পালায়। তরুণী চোর চোর বলে চিৎকার করে তাদের ধাওয়া করেন। কিন্তু দৌড়ে তাদের সঙ্গে পেড়ে ওঠেননি তিনি। এরপর তরুণী পাটুলি থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিস ঘটনাস্থলে যায়। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করেন তদন্তকারীরা। খোঁজ নিয়ে জানা যায়, সিরাজুল নামের এক অভিযুক্ত পাটুলি এলাকায় থাকে। সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সিরাজুলকে আদালতে তোলা হলে অভিযুক্তের আইনজীবী লিগ্যাল এইডের সৈকত রক্ষিত বলেন, তার মক্কেলের কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। তাই তাতে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, অভিযুক্ত যে ওই ঘটনায় জড়িত, তার প্রমাণ রয়েছে। সওয়াল শেষে অভিযুক্তকে পুলিসি হেফাজতে পাঠান বিচারক।