• অন্যের ফ্ল্যাট দেখিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়া দেওয়ার নামে অন্যের ফ্ল্যাট দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে অগ্রিম ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে শ্যামপুকুর থানার পুলিস বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালত অভিযুক্তকে ২৫ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেয়। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, অনলাইনে পঞ্চাশ হাজার এবং নগদ সাড়ে নয় লক্ষ টাকা মিলিয়ে মোট দশ লক্ষ টাকা অভিযুক্তকে দেওয়া হয়। তদন্ত সূত্রে জানা গিয়েছে, পরে অভিযোগকারী ব্যক্তি চুক্তিপত্র তৈরির কথা বললে অভিযুক্ত বারবার তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনওরকম পাত্তা দেননি তিনি। এরপর বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
  • Link to this news (বর্তমান)