নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলায় ছুরি চালিয়ে এক যৌনকর্মীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। দোষী যুবকের নাম মনিরুল ইসলাম মোল্লা। বৃহস্পতিবার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। ২০১৭ সালের ১ জুন রাতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে কলকাতা পুলিসের বড়তলা থানার দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। এদিন সাজা ঘোষণার আগে মনিরুল কম সাজার পক্ষে সওয়াল করেন। যদিও সরকার পক্ষ তাতে জোরালো আপত্তি জানায়। এরপরই বিচারক সাজা ঘোষণা করেন। এদিন জেলের গাড়িতে ওঠার সময় ওই যুবক কাঁদতে কাঁদতে বলেন, সব শেষ হয়ে গেল। এক পুলিসকে যুবকটি জিজ্ঞাসা করেন, বাড়ির কেউ এসেছে? উত্তরে পুলিসকর্মী বলেন, তা বলতে পারব না।