• তেহট্টে স্বাধীনতা আন্দোলনে অগ্রগণ্য ছুরাত আলি খাঁ
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: স্বাধীনতা আন্দোলনে তেহট্টের ভুমিকা ছিল উল্লেখ যোগ্য। যদিও ইতিহাস তেহট্টের স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে রাখে নি। তবু তেহট্টের মানুষ তাঁদের কথা চিরস্মরণীয় করে রেখেছে। তেহট্টের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন  ভারত সরকারের কাছ থেকে দুই একজন ছাড়া আর কেউ তাম্রপত্র না পাওয়ার খেদ রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তেহট্টের ভূমিকা বলতে প্রথমেই যার কথা মনে আসে তিনি হচ্ছেন তেহট্টের বাসিন্দা ছুরাত আলি খাঁ। স্বাধীনতা আন্দোলনে তিনি খুব ছোট থেকেই জড়িয়ে পড়েছিলেন। খাঁ সাহেব তেহট্টের একটি ইংরাজি স্কুলে শিক্ষকতা করতেন। সেখান থেকে তিনি স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের উৎসাহিত করতেন। সেজন্য তাঁর উপর ইংরেজ সরকার ১৪৪ ধারা জারি করেছিল। তা সত্ত্বেও তিনি স্বদেশি আন্দোলনের ছেলেমেয়েদের উৎসাহিত করতেন। তাঁকে গ্রেপ্তার করে মেহেরপুর আদালতে নিয়ে যাওয়ার পথে নাটনা প্রাথমিক বিদ্যালয়ে রাখা হলে সেখানেও তিনি অসহযোগ আন্দোলন বিষয়ে ভাষণ দিয়েছেন। আদালতে তাঁর জেল হয়। অন্য একটি কেসে তাঁকে চুয়াডাঙা আদালতে নিয়ে যেত পুলিস।
  • Link to this news (বর্তমান)