• রাত দখল LIVE: ‘বিচার না পেলে আত্মহত্যা’, শ্যামবাজারের মঞ্চে গর্জন তামান্নার মায়ের
    প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
  • ফের রাত দখল। শ্যামবাজার-সহ কলকাতার একাধিক জায়গায় জমায়েত। প্রতিবাদ মিছিল রাজ্যের অন্যত্র। বিচার চেয়ে ফের রাজপথে জনতা। তবে প্রশ্ন, রাজনীতির কারবারে অভয়া কি বোড়ে মাত্র? আন্দোলনের নামে স্বার্থসিদ্ধির পথেই কি হাঁটছে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠী? রাত দখল সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন রাত দখল LIVE-এ। 

    রাত ১০.২০: বরানগরেও চলছে রাত দখল কর্মসূচি। আয়োজক অভয়া মঞ্চ (বরানগর)।

    রাত ১০.১৮: সাতরাগাছি মোড়, কদমতলা পাওয়ার হাউস মোড়েও রাত দখলের কর্মসূচি।অভয়া মঞ্চের ডাকে।

    রাত ১০.০৬: রাসবিহারীর মোড়েও চলছে রাতদখল।উপস্থিত রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। 

    রাত ১০.০০: দুর্গাপুর শহরেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ ছোটদেরও।

    রাত ৯.৫০: রাতদখল কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আয়োজক ‘অভয়া মঞ্চ’-র অভিযোগ, মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। 

    রাত ৯.৪৫: রাত দখলের মঞ্চে গান প্রতিবাদীদের। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে।

    রাত ৯.৪০: যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে অভয়ার বিচার চেয়ে রাত দখল। রাজপথে স্লোগান লিখলেন প্রতিবাদীরা। 

    রাত ৯.১৫: শ্যামবাজারের মঞ্চে যোগ কালীগঞ্জে উপনির্বাচনের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত ৯ বছরের বালিকা তামান্নার মায়ের। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি। 

    রাত ৯: শ্যামবাজারে শুরু মিছিল।
  • Link to this news (প্রতিদিন)