স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা মেট্রোর, ১৫ আগস্ট তিন লাইনের পরিষেবাতেই থাকছে বদল, জেনে নিন সূচি ...
আজকাল | ১৫ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে অন্যান্য দিনের তুলনায় চালানো হবে কিছু সংখ্যক কম মেট্রো। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ পরিষেবা দেওয়া হবে। কিন্তু ব্লু লাইন, গ্রীন লাইন–১ এবং গ্রীন লাইন–২ সহ তিন শাখাতেই স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম পরিষেবা চলবে। তবে যাত্রীদের সুবিধার্থে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া শহিদ ক্ষুদিরাম লাইনে মোট ১৮২টি মেট্রো (৯১ আপ + ৯১ ডাউন) চলবে। স্বাভাবিক দিনে যেখানে ২৬২টি ট্রেন চলে। অন্যান্য দিনের মতোই সকাল ৬:৫০ নাগাদ নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো। সকাল ৬:৫৪ নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম ট্রেন। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৫৫ নাগাদ। সকাল ৬:৫৫ নাগাদ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো।
অন্যদিকে, রাত ৯:২৮ নাগাদ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে শেষ ট্রেন মিলবে। রাত ৯:৩২ নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে। রাত ৯:৪৪ নাগাদ শহিদ ক্ষুদিরাম ছাড়া মেট্রোটি যাবে দমদম পর্যন্ত। তবে রাত ১০.৪০ মিনিটের বিশেষ মেট্রো চালু থাকছে অন্যান্য দিনের মতোই। গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদা-সেক্টর ফাইভ শাখায় স্বাভাবিক দিনে ১০৮টি ট্রেন চললেও স্বাধীনতা দিবসে চলবে ৯২টি পরিষেবা (৪৬ আপ + ৪৬ ডাউন)। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৩৫ নাগাদ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৪০ নাগাদ।
রাত ৯:৩৫ নাগাদ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে। রাত ৯:৪০ নাদাগ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে শেষ ট্রেন। ধর্মতলা হাওড়া শাখায় স্বাভাবিক দিনে ১৩৪টি ট্রেন চললেও আগামীকাল চলবে ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন)। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৩০ নাগাদ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ৬:৩০ নাগাদ। রাত ৯:৪৫ নাগাদ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাবে শেষ মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪৫ নাগাদ। পাশাপাশি, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনেও স্বাভাবিক পরিষেবা চলবে স্বাধীনতা দিবসের দিনে।
সম্প্রতি কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে একাধিক ফাটল দেখা যায়। নিরাপত্তার দিকটি বিবেচনা করে আপাতত ওই স্টেশনটি বন্ধ রেখেছেন মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে প্ল্যাটফর্ম ভেঙে তৈরি করা হবে। এই বিষয়ে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, পুজোর পর কাজে হাত দেওয়ার পরিকল্পনা ছিল। জুলাই মাসে ওইরকম বৃষ্টি হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে এবং আচমকা এই সমস্যা তৈরি হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর পাশাপাশি ব্লু লাইন বা টালিগঞ্জ থেকে দমদমের পথে মেট্রো লাইনেও সমীক্ষা চালানো হয়েছে এবং সেই রিপোর্ট রেল বোর্ডের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার।