• এক টিকিটেই ভ্রমণ করা যাবে মেট্রো ও পূর্ব রেলে, স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা রেলের ...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যতে এক টিকিটেই যাতায়াত করা যাবে মেট্রো ও পূর্ব রেলে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের আগেরদিন একথা জানালো মেট্রো রেল। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি একথা জানিয়েছেন। এর জন্য চালু করা হবে নতুন স্মার্ট কার্ড। ফলে আগামীদিনে এই ব্যবস্থা শুরু হওয়ার পর যথেষ্টই উপকৃত হবেন পূর্ব ও মেট্রো রেলের যাত্রীরা। 

    এই মুহূর্তে হাওড়া থেকে মেট্রো রেলে যাত্রা করে যাওয়া যায় ধর্মতলা এবং সেখান থেকে ট্রেন বদলিয়ে কবি সুভাষ বা দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করা যায়। প্রতিদিন অসংখ্য যাত্রী এই পথে যাতায়াত করেন। আবার শিয়ালদহ থেকে ধর্মতলায় মেট্রো পথের যাত্রা শুরু হলে হাওড়া থেকে একেবারে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। আপাতত সেক্টর ফাইভ থেকে মেট্রো চেপে শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করা যায়। খুব শীঘ্রই শিয়ালদহ থেকে শুরু হবে ধর্মতলামুখী মেট্রো রেলের যাত্রা। আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পথে ট্রেন যাত্রার উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। সেইসঙ্গে নোয়াপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত আরও দুটি মেট্রো পথের তিনি উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, উদ্বোধনের সম্ভাবনা আছে। কিন্তু এখনও চূড়ান্ত বলা যাচ্ছে না। এবিষয়ে মেট্রো সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি জানান। 

    সম্প্রতি কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে একাধিক ফাটল দেখা যায়। নিরাপত্তার দিকটি বিবেচনা করে আপাতত ওই স্টেশনটি বন্ধ রেখেছেন মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে প্ল্যাটফর্ম ভেঙে তৈরি করা হবে। এবিষয়ে জেনারেল ম্যানেজার জানিয়েছেন, পুজোর পর কাজে হাত দেওয়ার পরিকল্পনা ছিল। জুলাই মাসে ওইরকম বৃষ্টি হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে এবং আচমকা এই সমস্যা তৈরি হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর পাশাপাশি ব্লু লাইন বা টালিগঞ্জ থেকে দমদমের পথে মেট্রো লাইনেও সমীক্ষা চালানো হয়েছে এবং সেই রিপোর্ট রেল বোর্ডের কাছে পাঠানো হবে বলে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন। 
  • Link to this news (আজকাল)