'যাঁদের আপনারা দেখলেন, তাঁরা নেই?', অভিষেককে নিশানার পরেই ভিডিও প্রকাশ তৃণমূলের, পেনড্রাইভ পাঠানো হল অনুরাগের বাড়ি...
আজকাল | ১৫ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'ভোট চুরি'তে চাপে পড়তেই বিজেপির নিশানায় অভিষেক! পেন ড্রাইভে তথ্য ভরে অনুরাগের বাড়িতে পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ । এসআইআর এবং গত ভোটে ভোট চুরি, দুই ইস্যুতে কেন্দ্রকে একপ্রকার কোনঠাসা করছে বিরোধীরা। একেবারে তথ্য তুলে ধরে ভোট চুরি সকলের সামনে এনেছেন, তেমনটাই দাবি কংগ্রেসের রাহুল গান্ধীর। কলকাতা হোক বা দিল্লি, এসআইআর, ভোট চুরি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে বিরোধীরা চাপ বাড়াতেই একে একে তাদের নিশানা করছে বিজেপি। কখনও অমিত মালব্যর নিশানায় সোনিয়া গান্ধী। কখনও অনুরাগ ঠাকুরের নিশানায় অভিষেক ব্যানার্জি। এবার পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেসও।
বুধবার বিজেপির অনুরাগ ঠাকুর দাবি করেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সেখানে বেশকিছু জায়গায় গত চার বছরে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ভোটার বেড়েছে। সেই জায়গাগুলিতে জিতেছে তৃণমূল। অনুরাগের প্রশ্ন ছিল, তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই ভোট বৈতরণী পার করেছেন অভিষেক। একযোগে আক্রমণ করেছিলেন রাহুল-প্রিয়াঙ্কাকেও।
অনুরাগের অভিযোগের পর, তৃণমূল জবাব দিয়েছে। একদিকে যেমন বিহারের 'মৃত' বলে ঘোষিতদের সঙ্গে চা খেয়েছেন রাহুল, তেমনই যাঁদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগ, তাঁদের তথ্য সামনে এনে তৃণমূলের প্রশ্ন, 'এতগুলো মানুষ যাঁদের দেখছেন, তাঁরা নেই?'। তৃণমূল নেতা কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেন, অভিষেকের বিরুদ্ধে যে মন্তব্য করছে বিজেপি, তা মিথ্যা, ভিত্তিহীন। জানান, 'তথ্য পেনড্রাইভে দিয়ে অভিষেকের পক্ষ থেকে পাঠানো হচ্ছে বিজেপি নেতার বাড়িতে।' তৃণমূলের পক্ষ থেকে বেশকিছু ভিডিও তুলে ধরা হয়। যেখানে স্থানীয় মানুষদের এই 'ভুয়ো-ভোটার' ইস্যুর মাঝে যে আতঙ্ক ফুটে উঠেছে, তা প্রকাশ পেয়েছে।
কুণাল বলেন, 'বিজেপি নেতা অনুরাগ ঠাকুর টার্গেট করেছেন অভিষেক ব্যানার্জিকে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, এই দলের লোকসভায় দলনেতা। তাঁকে টার্গেট করছেন বিজেপি নেতা-মন্ত্রী।' কুণালের মতে, পহেলগাঁওয়ের পর যখন কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাল, অভিষেক সকলের মধ্যে সেরা ছিলেন। দেশের সম্মান, মনোভাব বিশ্বের দরবারে ফুটিয়ে তুলেছেন সেরা সাংসদ হিসেবে।
তারপরেই অনুরাগের বক্তব্য তুলেধরে বলেন, 'অনুরাগ ঠাকুর বুথ নম্বরর ২৬৫-এর একটি বাড়ির ঠিকানা দিয়ে বলছেন এটা ভুয়ো, ওটা নেই। এতগুলো মানুষ যাঁদের দেখলেন, তাঁরা নেই? আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি, বুথ নম্বর ২৬৫-এর ওই বাড়ির ভোটারের সংখ্যা ৪৭। এর মধ্যে এখন রয়েছেন ৪১ জন। বাকি ছ' জনের হিসাবও অভিষেকের তরফ থেকে দেওয়া হয়েছে। এক জন মারা গিয়েছেন। একজন থাকেন ওড়িশায়। তিনজনের বিয়ে হয়ে গিয়েছে, ফলে অন্যত্র থাকেন, আর একজন বাইরে গিয়েছেন কাজের জন্য। এর মধ্যে ভুয়ো বা কারচুপির অবকাশ কোথায়?'
বলেন, 'অনুরাগ ঠাকুর আরও একটা মারাত্মক মিথ্যে কথা বলেছেন।' ১৫ শতাংশ ভোট বৃদ্ধি নিয়েও মুখ খোলেন কুণাল। বলেন, 'বৈধ ভোট বাড়লে আপনি ঠেকাবার কে?' একই সঙ্গে কোথায় কতটা ভোট বেড়েছে, সেই তথ্যও তুলে ধরা হয় তৃণমূলের পক্ষ থেকে।