• রাস্তা আটকে হেনস্থা, অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ শান্তিনিকেতন থানায়
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ দায়ের হলো শান্তিনিকেতন থানায়। এক ব্যক্তিকে হেনস্থা করার অভিযোগ ওই দেহরক্ষীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    শান্তিনিকেতনে একটি শুটিং-এর কাজে নিয়মিত যাতায়াত করছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং৷ গত ১৩ অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শ্যুটিং চলছিল। শুটিংয়ে ছিলেন অরিজিৎ সিং। সেই সময়ে কোপাইয়ের দিকে বাইক নিয়ে নিজের কাজে যাচ্ছিলেন শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা।

    কমলাকান্তের অভিযোগ, বাইক নিয়ে তালতোরের পথ দিয়ে এগোতেই পথ আটকান কয়েকজন যুবক। তাঁরা জানান, শ্যুটিং চলছে তাই তাঁকে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। ৫ মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পরেও পথ আগলে দাঁড়িয়ে থাকেন অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা। কমলাকান্ত ফের রক্ষীদের অনুরোধ করেন তাঁকে যেতে দেওয়া হোক বলে৷

    এখানেই শেষ নয়। কমলাকান্তের অভিযোগ, এর পরেই অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা জানান আরও ৩০ মিনিট দাঁড়াতে হবে। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের বচসা শুরু হয়। তাঁর বক্তব্য, ‘আমি জোর করে রাস্তা দিয়ে যেতে গেলে শিল্পীর দেহরক্ষীরা আচমকাই চ্যাংদোলা করে তুলে নেয়৷ সামনেই দাঁড়িয়ে থাকা শান্তিনিকেতন থানার গাড়িতে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে।’ এই ঘটনার পর কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷

    তাঁর কথায়, ‘আমি একজন শিল্পী। আরেকজন শিল্পী আমার সঙ্গে এই ব্যবহার করেন কী ভাবে? আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছি।’ বীরভূম জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, ‘অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)