নামী সংস্থার নকল লোগো লাগানো লক্ষাধিক টাকার জুতো বাজেয়াপ্ত, তল্লাশি কলকাতার দুই দোকানে
আনন্দবাজার | ১৪ আগস্ট ২০২৫
নামী সংস্থার নাম, লোগো লাগানো জুতোয়! দেখে বোঝার উপায় নেই যে সেই সবটাই নকল। নামী সংস্থার নামে নকল জুতোর কারবার ফাঁস। কলকাতার রবীন্দ্র সরণি এলাকার দু’জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার অনেক নকল জুতো।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে একটি অভিযোগ পেয়ে এই নকল জুতো কারবার নিয়ে তৎপর হয় লালবাজার। তদন্ত শুরু করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। তদন্তে নেমে রবীন্দ্র সরণি এলাকার দুই দোকানের খোঁজ পান তদন্তকারীরা। বৃহস্পতিবার সেই দু’জায়গাতেই তল্লাশি চালান তাঁরা। সূত্রের খবর, তল্লাশি করে মোট আড়াই লক্ষ টাকার নামী সংস্থার নকল লোগো লাগানো জুতো বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তল্লাশি অভিযান শেষে ওই দোকানগুলির সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে দোকানের মালিকদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কোথা থেকে এত টাকার জুতো এল, কোথায় এই নকল জুতো বানানো হয়, এই চক্রের নেপথ্যে আর কারা কারা রয়েছেন— এই সব প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।