• কাজের আগে রোজ রাস্তা পরিষ্কার, পুরস্কার পাবেন সনৎ
    আনন্দবাজার | ১৪ আগস্ট ২০২৫
  • ভোরর আলো ফোটার আগেই বেরিয়ে পড়েন ঝাঁটা হাতে। মাস্ক আর গ্লাভস পরে সাফাই করেন রাস্তা। পথে পড়ে থাকা প্লাস্টিক এবং অন্য বর্জ্য কুড়িয়ে ফেলেন ডাস্টবিনে। প্রায় ১১ বছর ধরে এই কাজ করে চলেছেন পূর্বস্থলীর ধারাপাড়ার সনৎকুমার মণ্ডল। ৪৭ বছর বয়সি সনৎকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানিত করবে কালনা মহকুমা প্রশাসন।

    সনতের একটি বাসনের দোকান রয়েছে নিজের এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী ২০১৪-র ২ অক্টোবর ভোরে ঝাঁটা হাতে রাস্তা সাফাইয়ে নামেন। সকাল ৭টার পরে নিজের দোকান খোলেন। শুধু পূর্বস্থলী নয়, ঝাঁটা হাতে সনৎ যান দূরের এলাকায়। সম্প্রতি কালনা মহকুমাশাসকের কার্যালয় ও আদালত চত্বর সাফাই করেন সনৎ। তাঁর স্ত্রী পরমা বলেন, ‘‘ বছরের পর বছর হাসিমুখে এই কাজ করে যাচ্ছেন উনি। পরিবার ওর পাশে রয়েছে।’’

    সনৎ বলেন, ‘‘ছোটবেলা চরম দারিদ্রের মধ্যে কেটেছে তিন ভাইবোনের। তার মধ্যেও মাকে অন্যের উপকার করতে দেখেছি। মাকে দেখেই সমাজের জন্য কিছু করার ইচ্ছা জাগে। বই পড়ে শিখেছি, বিখ্যাত মানুষজন ভাল কাজের জন্য ভোরকে বেছে নিয়েছেন। ভোরে রাস্তাঘাট ঝাঁট দিলে সকালে নিজের ব্যবসারও ক্ষতি হবে না।’’ তবে কয়েক দিন হল তাঁর এই রুটিনে ছেদ পড়েছে। সনৎ জানান, কয়েক দিন আগে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রের সামনে তাঁর মোটরবাইকের সামনে এসে পড়ে একটি ছাগল। পড়ে গিয়ে আহত হয়ে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। ইচ্ছা থাকলেও কালনার মহিষমর্দ্দিনী তলার মন্দির এবং সংলগ্ন এলাকা পরিষ্কার করতে পারেননি। উচ্চ মাধ্যমিক পাশ করে ইতিহাসে অনার্স নিয়েছিলেন সনৎ। তবে সাংসারিক চাপে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে পারেননি।

    কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল জানিয়েছেন, কিছুদিন আগে ওঁর সামাজিক কাজের কথা জানা যায়। সমাজের প্রতি ভালবাসা ছাড়া দীর্ঘদিন ধরে এই কাজ করা যায় না। তাই তাঁকে স্বাধীনতা দিবসের দিন পুরস্কৃত করার কথা ভাবা হয়েছে। সনৎ বলেন, ‘‘সকালেই পৌঁছে যাব কালনায়। পুরস্কার আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করবে।’’ সম্প্রতি কালনার এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন থেকে অনূর্ধ্ব ১৪ বিভাগের তিন ফুটবলার সুযোগ পেয়েছে আইএফএ-ফিফা ‘ট্যালেন্ট ট্রায়ালে’। এক জনকে জেলা আদিবাসী মেলায় পুরস্কৃত করা হয়েছে। বাকি দু’জনকে স্বাধীনতা দিবসে পুরস্কৃত করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)