যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল পদাতিক এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ইঞ্জিন বিকল। জলপাইগুড়ির বেলাকোবা ও রানিনগর স্টেশনের মাঝে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। অবশেষে নতুন ইঞ্জিন নিয়ে এসে বেলা ১১টা ২৫ মিনিটে ট্রেন ছাড়ে। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ঘটনার জেরে রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ১২৩৭৭ আপ পদাতিক এক্সপ্রেস ইঞ্জিনের ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে এনজেপি থেকে নতুন ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে রওনা করা হয়।