আপনার বাড়ির সামনে দিয়েই এবার ছুটবে মেট্রো! পুজোর আগে এই এই রুটে চালু হয়ে যেতে পারে পরিষেবা...
আজকাল | ১৪ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো। আসন্ন। তার আগেই মেট্রো কর্তৃপক্ষ দিতে চলেছে বড় উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ আগস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মেট্রোর এই পরিকল্পনার ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদহ। নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা।
ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে। ১৬ আগস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শনে আসবেন। সব ঠিকঠাক চললে ২২ আগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হবে। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার প্রস্তুতি করতে মেট্রো রেলের তরফে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন।
এটা ঘটনা, নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছে। কিন্তু চালু হচ্ছিল না। এবার সেই অংশও চালু হবে। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা পাঁচটি (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল–কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইস্ট–ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড–শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করা হবে। এই অংশে পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক–হাওড়া। সবকিছু ঠিকঠাক থাকলে এই তিনটি রুট একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা অবশ্যই পুজোর আগে বাঙালির জন্য বড় উপহার হতে চলেছে।
এটা ঘটনা, কলকাতা মেট্রোয় এখন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজ পড়ুয়া থেকে অফিস যাত্রী। খুব সহজেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া যায় মেট্রোয় চেপে। কলকাতা উত্তর থেকে দক্ষিণ হোক বা সল্টলেক সেক্টর ফাইভ–চলে আসা যায় দ্রুত। এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা চালু হওয়ায় দূরপাল্লার ট্রেনের যাত্রীদের আরও সুবিধা হয়েছে। এবার এই তিনটি মেট্রো লাইন চালু হয়ে গেলে আরও সুবিধা হবে সাধারণ মানুষের। আর পুজোর আগেই যদি তা চালু হয় তাহলে রাস্তায় চাপ অনেকটাই কমবে দর্শনার্থীদের।