• উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এই তারিখেই শুরু হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল, রইল বড় আপডেট...
    আজকাল | ১৪ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষা দীর্ঘদিনের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বুধবার সন্ধেয় বড় আপডেট কলকাতা মেট্রো প্রসঙ্গে। সূত্রের খবর, আর দেরি নয়, স্বাধীনতা দিবসের পরেই শুরু হয়ে যাবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল। 

    সূত্রের খবর, ২২ আগস্ট, ওই লাইনের মেট্রো চলাচলের উদ্বোধন করার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আপাতত ঠিক হয়ে রয়েছে তেমনটাই, খবর সূত্রের। একই সঙ্গে জানা গিয়েছে, কেবল এক রুটের নয়, ওইদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়লো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন - ১ ও ২ অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আন্তঃসংযুক্ত মেট্রো স্টেশনের উদ্বোধনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর হাতে। ওই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগে। কর্মীদের জানানো হয়েছে কী কী করণীয় ওই বিশেষ দিনের জন্য। 

    আগস্ট মাসেই যে প্রধানমন্ত্রী খোদ শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করতে পারেন, সেই জল্পনা ছিলই গত কয়েকদিন ধরেই। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল। অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ। তবে এবার শিয়ালদল-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে গেলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 
  • Link to this news (আজকাল)