• প্রদেশ কংগ্রেস সভাপতির পালটা সভা অধীরের
    প্রতিদিন | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের প্রতিবাদ আর বাঙালি পরিযায়ী শ্রমিক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কর্মসূচি নিয়েছিল রাজ‌্য নেতৃত্ব। পালটা কলকাতায় এসে আলাদা করে কর্মসূচি করে গেলেন প্রাক্তন সভাপতি অধীর চৌধুরি। যা নিয়ে কংগ্রেস নেতৃত্বের মধ্যেই ‘দলাদলি’র অভিযোগে ফের আঙুল উঠল সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্যের বিরুদ্ধে। যা নিয়ে খোঁচা তৃণমূলের।

    অভিযোগ অধীরের এই কর্মসূচির জন‌্য প্রদেশ নেতৃত্বের কাউকেই আমন্ত্রণ বা নিদেনপক্ষে কর্মসূচির কথা জানানো হয়নি। কর্মসূচির আয়োজন করেন অধীর ঘনিষ্ঠ এক যুবনেত্রী। রাজ‌্য যুব কংগ্রেস নেতৃত্বে কিছুদিন আগে চারজনকে রেখে একটি কমিটি গড়ে দেওয়া হয়েছিল। সেই কমিটিতেই রয়েছেন ওই নেত্রী। কিন্তু কমিটিতে আলোচনা ছাড়াই ব‌্যক্তিগত উদ্যোগে এই সভার আয়োজন করার জন‌্য ওই নেত্রীর নামে দিল্লিতে নালিশও জমা পড়েছে। রাহুল গান্ধীর দেওয়া কর্মসূচি নিয়েও এভাবে দলীয় নেতৃত্বের পালটা কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের খোঁচা, “একটা দলে নেতৃত্বই দু’ভাগ। প্রদেশ সভাপতি একটা কর্মসূচি করলে, তার পালটা নামতে হয় প্রাক্তন সভাপতিকে। দলের নেতা-কর্মীরা অখুশি।”

    সোনিয়া গান্ধী ও রাহুল-সহ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কিছুদিন আগেই ইন্ডিয়া জোটের এক মঞ্চে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়-সহ তৃণমূল নেতৃত্বকে। সেখানে রাজ্যে নতুন করে সমীকরণ নিয়ে জল্পনার মধ্যে শুভঙ্কর এও জানিয়েছিলেন যে, ছাব্বিশের ২৯৪ আসনেই একলা লড়াইয়ের প্রস্তুতি থাকছে। তবে ‘পরিবর্তিত পরিস্থিতিতে’ এআইসিসির নির্দেশ মেনেই চলবে প্রদেশ নেতৃত্ব। সেখানে কলকাতায় এদিন সভা করে পরিযায়ী আর বাংলা-বাঙালি ইসুতে একেবারে তীব্র ভাষায় মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়কে নিশানা করেছেন অধীর। তাঁর অভিযোগ, “এ সবই ভোটে জেতার খেলা। রাজ‌্য সরকারের কাছে রাজ্যের পরিযায়ী শ্রমিকের হিসাবও নেই। বাংলা-বাঙালি করে যাচ্ছেন!”

    রাজনৈতিক মহলের বক্তব‌্য, অধীর বরাবরই মমতা-বিরোধী। সঙ্গে বাম-মনস্ক। রাজ্যে সিপিএমের সঙ্গে জোট করে ভোটের পক্ষে বারবার সওয়াল করছেন। প্রদেশ নেতৃত্বের পালটা নিজের অবস্থান বজায় রেখে এদিন অধীর নিজের পুরনো অস্ত্রেই শান দিয়ে গেলেন বলে মনে করছে অভিজ্ঞমহল। সঙ্গে রাহুল-অভিষেকের কাছাকাছি আসা নিয়ে নতুন সমীকরণের প্রশ্নে অধীরের বক্তব‌্য, “এসব কংগ্রেসের লেজুড় হয়ে জাতীয় মঞ্চে পরিচিতি পাওয়ার চেষ্টা।” সঙ্গে শুভঙ্করের ২৯৪ আসনে প্রার্থী দেওয়ার দাবিকে হেসে উড়িয়ে বলেছেন, “আমি প্রদেশ সভাপতি নই, এসব বলতে পারব না।”
  • Link to this news (প্রতিদিন)