• শিল্পে এগিয়ে বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ১৪ আগস্ট ২০২৫
  • কৃষি হোক বা শিল্প, বাংলা উভয়ের জন্যই অনুকূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৎপরতায় বাংলা ধীরে ধীরে হয়ে উঠেছে আরও ‘শিল্পবান্ধব’। ২০২৪-২৫ সালে দেশের শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি যেখানে গড়ে ৬.২ শতাংশ, সেখানে বাংলায় তা ৭.৩ শতাংশ। কেবল তাই নয়, যেখানে ২০২৫ সালের জানুয়ারিতে দেশের বেকারত্বের হার ৭.৯৩ শতাংশ, সেখানে বাংলায় তা ৪.১৪ শতাংশ। তাসত্ত্বেও বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এক পাক্ষিক কুৎসা রটিয়ে পশ্চিমবঙ্গকে ‘শিল্প বিরোধী’ আখ্যা দিতেই ব্যস্ত কেন্দ্র। বাংলার প্রতি এই বদনাম ঘোচাতে তৃণমূল সাংসদ বাপি হালদার সংসদে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন কিছু প্রশ্নবাণ। প্রথমত, গত পনেরো বছরে বাংলায় যেসব কোম্পানির রেজিস্টার্ড অফিস ছিল, তার সংখ্যা কত? দ্বিতীয়ত, গত পাঁচ অর্থবর্ষে যেসব কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র স্থানান্তর করেছে বা এ রাজ্যে নতুনভাবে রেজিস্টার্ড অফিস নিবন্ধন করেছে, সেই সংখ্যা কত?

    কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা সাংসদ বাপির প্রশ্নের জবাবে যে তথ্য তুলে ধরেছেন, তাতে বাংলায় শিল্পায়নের জোয়ার স্পষ্ট। ২০১১ সালে বাংলায় নিবন্ধিত কোম্পানির অফিসের সংখ্যা ছিল ১,৩৭,১৫৬। ২০২৫-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫০,৩৪৩- অর্থাৎ দ্বিগুণ! পাশাপাশি গত ৬ বছরে (৩১.০৭.২০২৫ পর্যন্ত) বাংলায় নতুনভাবে নিবন্ধিত হয়েছে ৪৪,০৪০টি কোম্পানি। আর এই সময়ে মাত্র ১,৭৪২টি কোম্পানি তাদের নিবন্ধিত অফিস রাজ্যের বাইরে সরিয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার প্রতিক্রিয়া, ‘বাংলায় শিল্পের ঘাটতি হয়নি, হয়েছে বিজেপির চিন্তনে! বিজেপি কতটা বাংলা-বিরোধী, তা কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট।’ সংশ্লিষ্ট কেন্দ্রীয় তথ্য সমাজমাধ্যমে তুলে ধরে তৃণমূলের পাল্টা বক্তব্য, ‘বিজেপির জন্য হজম করা কষ্টকর হলেও, এটাই সত্যি! বছরের পর বছর ধরে তারা একপাক্ষিক কুৎসা রটিয়ে গিয়েছে। বলে এসেছে, বাংলা শিল্পবিরোধী!

    কিন্তু এখন তাদেরই কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য সেই সকল মিথ্যেকে ভেঙে চুরমার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা দেখেছে উন্নয়নের এমন জোয়ার, যার ধারে কাছেও পৌঁছতে পারেনি বিজেপি। তাই তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কুৎসা রটাচ্ছে, অর্ধসত্য আর ভুয়ো প্রচার করে যাচ্ছে।’ প্রসঙ্গত, প্রতিবছর ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য’ সম্মেলনের আয়োজন করে ভিনরাজ্যের বৃহৎ শিল্প কোম্পানিগুলিকে বাংলায় আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই অগণিত বৃহৎ শিল্পের কোম্পানি এসেছে বাংলার মাটিতে। পাশাপাশি কুটির ও ক্ষুদ্র শিল্পেও গোটা দেশে শীর্ষে বাংলার স্থান। সবমিলিয়ে বাংলা যে ‘শিল্পবান্ধব’ তা কেবল শাসকদলের কথাই নয়, স্বীকার করছে কেন্দ্রও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)