• Breaking News LIVE: মুম্বইয়ে অভিনেত্রী শিল্পার গাড়িতে বাসের ধাক্কা
    এই সময় | ১৪ আগস্ট ২০২৫
  • দুর্ঘটনার কবলে অভিনেত্রী শিল্পা শিরোদকর। মুম্বইয়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বাস। এতে তাঁর গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরক্ষিত রয়েছেন অভিনেত্রী।

    প্রবল বৃষ্টিতে সিমলায় একাধিক জায়গায় নামল কাদার ধস। ICMG হাসপাতালের কাছে কাদায় আটকে ক্ষতিগ্রস্ত ২টি গাড়ি।

    ভারতের প্রাচীনতম IIT (Indian Institute of Technology) খড়্গপুরের পথচলা শুরু ১৯৫১ খ্রিস্টাব্দের ১৮ অগস্ট। দেশের প্রযুক্তিবিদ্যার এই প্রাচীনতম প্রতিষ্ঠান IIT খড়্গপুরের ৭৫-তম প্রতিষ্ঠা দিবস আগামী ১৮ অগস্ট। আর এই উপলক্ষেই আইআইটি খড়্গপুরের উদ্যোগে এবং ভারত সরকারের অনুমোদনে ৭৫ টাকা মূল্যের স্মারক মুদ্রা প্রকাশিত হবে।

    দক্ষিণবঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে।

    মুম্বই পুলিশের হাতে আটক উলুবেড়িয়ার বাসিন্দা শেখ মিজানুর মিস্ত্রি ছাড়া পেলেন। মিজানুরের দাদা রেজ্জাক মিস্ত্রী জানান ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার রাতে ভাই সেই টাকা জমা দিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রেন ধরে মিজানুর উলুবেড়িয়ার পথে রওনা দিয়েছে বলে জানান রেজ্জাক।

    বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি ওই মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, 'বেস্ট ডিল টিভি' নামে এক সংস্থার মাধ্যমে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নেওয়া হয়। সুদ-সহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পা ও তাঁর স্বামী। কিন্তু টাকা দেননি। অভিনেত্রী ও তাঁর স্বামী ওই সংস্থার ৮৭.৬ শতাংশ শেয়ারের মালিক ছিলেন।

    রাতের অন্ধকারে দুটি বাড়ি ও একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল থানার নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীরামপুর এলাকায়। সব কিছু নিয়ে প্রায় ২ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে।

    পথকুকুর সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির নতুন বেঞ্চ। বুধবার নতুন বেঞ্চ গঠন করেছে প্রধান বিচারপতির কার্যালয়। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারার বেঞ্চে আজ, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।

    পথকুকুরদের নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল সুপ্রিম কোর্ট। দিল্লি ও তার লাগোয়া এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে নির্দিষ্ট পশু আশ্রয় কেন্দ্রে স্থায়ী ভাবে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। গত সোমবারের ওই রায় নিয়ে সরব হয় পশুপ্রেমীদের একাধিক সংগঠন। তাকে কেন্দ্র করে নতুন মামলাও হয়। বুধবারই ২০২৪ সালে দায়ের হওয়া এই সংক্রান্ত একটি মামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, তিনি বিষয়টি দেখবেন। তার পরেই বুধবার বিকেলে তাঁর অফিস থেকে নতুন বেঞ্চ গঠন করা হয় এই সংক্রান্ত মামলা শোনার জন্য। আজ পুরোনো ও নতুন নিয়ে মোট চারটি মামলা সুপ্রিম কোর্টের তালিকায় রয়েছে।

  • Link to this news (এই সময়)