বাতিলের মুখে জিএনএলএফ-সহ বাংলার ১২টি নিষ্ক্রিয় দলের স্বীকৃতি
দৈনিক স্টেটসম্যান | ১৪ আগস্ট ২০২৫
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)–কে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ১২ টি রাজনৈতিক দল সম্পর্কে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এই দলগুলির স্বীকৃতি কেন বাতিল করা হবে না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই ১২টি দলের মধ্যে রয়েছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা জিএনএলএফ ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি)–র মতো রাজনৈতিক দল। গত ৬ বছর ধরে নির্বাচনী কোনও কর্মকাণ্ডে এই দুই দল অংশ নেয় না। তাই এই দুই দল সহ মোট ১২টি দলের স্বীকৃতি বাতিল না করার কারণ জানতে চেয়েছে কমিশন।
১২টি রাজনৈতিক দলের তালিকায় জিএনএলএফ ও কেপিপি ছাড়াও রয়েছে আম্বেদকরবাদী পার্টি, পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি, ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লিগ, নির্যাতিতা সমাজ বিপ্লবী দল ইত্যাদি। এই দলগুলিকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই দলগুলির নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ জানতে চাওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার, সর্বভারতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মানুষের নজরে আনার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি এই ১২টি রাজনৈতিক দলের বক্তব্য শুনে এক মাসের মধ্যে দিল্লিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশজুড়ে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে খোঁজখবর নেওয়া শুরু করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে এই সংক্রান্ত চিঠি এসেছে। সেই চিঠিতেই ১২টি দলের নাম উল্লেখ করে জানতে চাওয়া হয়েছে কেন তাঁদের স্বীকৃতি বাতিল করা হবে না? এই চিঠিটি পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের উপ সচিব লবকুশ যাদব।
গত জুন মাসে রাজ্যের ৮টি রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন। এই দলগুলির মধ্যে ছিল বামফ্রন্টের দুই শরিক দল ডিএসপি (প্রবোধ চন্দ্র) এবং ইন্ডিয়ান পিপল’স ফরওয়ার্ড ব্লকের নাম। এবার আরও ১২টি দলের সম্পর্কে জানতে চিঠি পাঠানো হল।