• বাংলায় বেড়েছে নতুন কোম্পানির সংখ্যা! কেন্দ্রের রিপোর্টে বড় দাবি! পাল্টা নিশানা করল তৃণমূল
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৫
  • কলকাতা: বাংলায় ২০১১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা। সংসদে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দেওয়া উত্তরের তথ্য অনুযায়ী এমনই তথ্য সামনে এসেছে। কেন্দ্রের রিপোর্টে এই কথাই উল্লেখ করা হয়েছে।

    এই প্রসঙ্গে, তৃণমূলের অভিযোগ বিজেপির জন্য এই বিষয় কষ্টকর হলেও, বাস্তবে এটাই সত্যি! এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বছরের পর বছর ধরে তারা একপাক্ষিক কুৎসা রটিয়ে গিয়েছে; বলে এসেছে- ‘বাংলা শিল্পবিরোধী’ কিন্তু এখন তাদেরই কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য সেই সকল মিথ্যেকে ভেঙে চুরমার করে দিয়েছে।’

    জানা গিয়েছে, ২০১১ সালে বাংলায় নিবন্ধিত কোম্পানির অফিসের সংখ্যা ছিল ১,৩৭,১৫৬। ২০২৫-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫০,৩৪৩- অর্থাৎ দ্বিগুণ!

    গত ৬ বছরে (৩১.০৭.২০২৫ পর্যন্ত) বাংলায় নতুনভাবে নিবন্ধিত হয়েছে ৪৪,০৪০টি কোম্পানি, আর এই সময়ে মাত্র ১,৭৪২টি কোম্পানি তাদের নিবন্ধিত অফিস রাজ্যের বাইরে সরিয়েছে।

    রাজ্যের শাসক দলের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা উন্নয়নের জোয়ার দেখেছে, যার ধারে কাছেও পৌঁছতে পারেনি বিজেপি। তাই তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কুৎসা রটাচ্ছে, অর্ধসত্য আর ভুয়ো প্রচার করে যাচ্ছে।





  • Link to this news (News18 বাংলা)