• ব্রাত্যের গাড়িতে ভাঙচুর! দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী...
    ২৪ ঘন্টা | ১৪ আগস্ট ২০২৫
  • পিয়ালী মিত্র: স্পেনে বসেই পরিকল্পনা! দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুরে মূল অভিযুক্ত, যাদবপুরেরই প্রাক্তনী  হিন্দল মজুমদার। এখন দিল্লি পুলিসের হেফাজতে রয়েছেন তিনি। ট্রানজিট রিমান্ডে  আনা হচ্ছে কলকাতা।

    যাদবপুর বিশ্ববিদ্যালয় তে বি-টেক পড়ুয়া ছিলেন এই হিন্দল। পাস করার পর এখন স্পেনে গবেষণা করেন। পুলিসের দাবি, বিদেশে বসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা পরিকল্পনা করেছিলেন তিনি। এফআইআর নাম ছিল। বস্তুত, হিন্দোলের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করে রেখেছিল পুলিস। বুধবার দেশে ফিরেছেন হিন্দোল। লুক আউট নোটিসের কারণে দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকায়  অভিবাসন বিভাগ। এরপর ওই গবেষককে নিজেদের হেফাজতে নিয়ে, কলকাতা পুলিসকে বিষয়টি জানায় দিল্লি পুলিস। দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছেন লালবাজারের কর্তারা।

    পাঁচ মাস পার। চলতি বছরের মার্চে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য়। ওঠে 'গো ব্যাক' স্লোগান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, একসময়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা খুলে নেন বিক্ষোভকারীরা! ভাঙচুর চলে গাড়িতে। যাদবপুর কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে।

  • Link to this news (২৪ ঘন্টা)