• স্বামী ও ননদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্বামী ও ননদের বিরুদ্ধে গত সোমবার মালিপাঁচঘড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী গৃহবধূ বাপের বাড়ি বরানগরে। ২০২৩ সালের এপ্রিল মাসে সালকিয়ার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির ১৪ মাসের এক সন্তান রয়েছে। গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত স্বামী। স্বামী-স্ত্রীর সুস্থ দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে ননদ। সে নানাভাবে অশান্তি পাকিয়ে তুলত। এমনকী, স্বামীর সঙ্গে থাকতে দেওয়া হতো না তাঁকে। অভিযোগে, ননদের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা নিয়েও অভিযোগ তুলেছেন গৃহবধূ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, তাঁকে মেঝেতে ফেলে বেধড়ক মারধর করছে স্বামী। গৃহবধূ জানান, গত সোমবার সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর মালিপাঁচঘড়া থানার দ্বারস্থ হন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে তিনি বরানগরে বাপের বাড়িতে রয়েছেন। পুলিস জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চলছে। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)