নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের সঙ্গে জেলা সদর বারাসতের সংযোগকারী রাস্তা, বারাকপুর-বারাসত রোডে যান যন্ত্রণা নিয়ে জেরবার এলাকাবাসী। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় বারাকপুর লালকুঠি ফ্লাইওভার থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত গাড়ি প্রায় চলেই না। মসজিদ মোড়, মন্মথনাথ হাই স্কুল, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা, জাফরপুর মোড় অটো, টোটো, বাসে জট পাকিয়ে থাকে। ওই রাস্তার উপরেই রয়েছে বাজার, নামি স্কুল, সুইমিং পুল, ব্যাঙ্ক। এরপরেও এই রাস্তায় অটো, টোটো রীতিমতো দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
অনেককে রোজ সকালে বিভিন্ন কাজ বা শিক্ষার প্রয়োজনে বারাসত-বারাকপুর রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু যানজটের কারণেই সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না তাঁরা। বারাকপুর স্টেশনের পশ্চিম দিকে কোর্ট, দুটি বড় কলেজ, বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল, বড় বড় শপিং মল, বিরিয়ানি সেন্টার, বারাকপুর পুরসভা রয়েছে। তাই পূর্ব দিকের বাসিন্দাদের বারাকপুর বারাসত রোড ধরে ১৫ নম্বর রেলগেটের উপরের ফ্লাইওভার ব্যবহার করে পৌঁছতে হয় গন্তব্যস্থলে। কিন্তু তা করতে গিয়েই দুর্ভোগে পড়তে হচ্ছে রোজই। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বারাকপুরের লালকুঠি থেকে বারাসত হেলাবটতলা পর্যন্ত রাস্তা চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ওয়ারলেস মোড় থেকে হেলাবটতলা পর্যন্ত ৩০০ বড় বড় গাছ কাটার প্রয়োজন দেখা দেওয়ায়, সেই পরিকল্পনা থেকে পিছিয়ে গিয়েছেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। তবে, বারাকপুরের লালকুঠির মোড় থেকে ওয়ারলেস মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ করা হবে। তার ডিটেলস প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করছে পূর্তদপ্তর। ওই রাস্তায় বিদ্যুতের পোল সহ একাধিক পরিষেবার প্রয়োজনীয় জিনিস রয়েছে। সেগুলি সরাতে হবে। বিদ্যুতের পোল সারানোর জন্য বিদ্যুৎ দপ্তরকে ৬ কোটি টাকা দিচ্ছে পূর্তদপ্তর। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিমত, এমনই ওই রাস্তায় রোজ তীব্র যানজট থাকে। তার উপর রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করলে দুর্ভোগ আরও বাড়বে।
এ ব্যাপারে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, রাস্তাটি দীর্ঘদিনের পুরনো। সেভাবে সম্প্রসারণ করা যায়নি। অথচ গাড়ির চাপ বেড়েছে। তাই ব্যস্ত সময়ে যানজট হয়। আশা করছি সম্প্রসারণের কাজ কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন যান যন্ত্রণা থেকে মুক্তি পাবে বারাকপুরের মানুষ। আর বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি ট্রাফিক অম্লানকুসুম ঘোষ জানান, ওই রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিচ্ছি। নিজস্ব চিত্র