• জমি কিনতে গিয়ে প্রতারিত, পুলিস ফেরাল চার লক্ষ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। খোয়া গিয়েছিল তাঁর আট লক্ষ টাকা। যদিও পুলিসের তৎপরতায় শেষে উদ্ধার হয়েছে অর্ধেক টাকা। বাকি টাকাও ফেরত পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন প্রতারিত ব্যক্তি। জানা গিয়েছে, ২০২১ সালে কল্যাণী হাউজিংয়ের বাসিন্দা প্রকাশ রায় কল্যাণীরই খোকন বৈদ্যকে আট লক্ষ টাকা দেন জমি কেনার জন্য। কিন্তু চার বছর পেরিয়ে যাওয়ার পরেও প্রকাশবাবু জমি পাননি। এমনকী টাকাও ফেরত পাননি।

    এরপর তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কয়েকদিন আগে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার পুলিস খোকন বৈদ্যর কাছ থেকে চার লক্ষ টাকা আদায় করে প্রকাশ রায়ের হাতে তুলে দেয়। বাকি চার লক্ষ টাকাও সামনের বছরের মধ্যে দেওয়ার জন্য পুলিসকে প্রতিশ্রুতি দেন খোকন। চার লক্ষ টাকা ফেরত পেয়ে পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন প্রকাশবাবু।
  • Link to this news (বর্তমান)