নিজস্ব প্রতিনিধি, বারাসত: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল নেতার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাবড়া শহরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুব্রত সাহা (৫৫)। বাড়ি হাবড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূলের নেতা, কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় প্রতিষ্ঠিত নির্মাণ ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন সুব্রত। পাশাপাশি তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি ওই দল করে আসছেন। ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ হাবড়া ২ নম্বর রেলগেট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই আপ বনগাঁ লোকালের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তড়িঘড়ি রেল পুলিস ও জিআরপি তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজে পাঠিয়েছে রেল পুলিস।