সংবাদদাতা, বসিরহাট: বন্ধুকে খুনের অভিযোগে গ্রেপ্তার এক। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার চণ্ডীপুর এলাকায়। মঙ্গলবার তিন বন্ধুকে একটি নির্জন জায়গায় বসে গল্প করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর দু’জন ফিরে এলেও পিন্টু দাস (৩৫) নামে একজন আসেননি। দীর্ঘক্ষণ তাঁকে খুঁজেও পাওয়া যায়নি। তখন বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে সেই নির্জন জায়গায় গিয়ে দেখতে পান, পুকুরে পড়ে আছেন পিন্টু। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাড়ির লোকজন থানায় গিয়ে লিখিতঅভিযোগ করেন যে, তাঁদের ছেলেকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিস উত্তম দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে।