• বিজেপির মিছিল থেকে মারধর, কাঁচরাপাড়ায় জখম তৃণমূল কর্মী
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে কাঁচরাপাড়ায় গান্ধী মোড়ে এক মিছিল থেকে বিজেপির কয়েকজন কর্মী এক তৃণমূল কর্মীকে মারধর করেন। বিজেপির ঝান্ডা দিয়ে আঘাত করা হয়। তাতে শান্তনু মুখোপাধ্যায় নামে ওই তৃণমূলের কর্মীর মাথা ফেটে যায়। শান্তনুবাবুর অভিযোগ, তাঁরা কয়েকজন তৃণমূল কর্মী রাস্তার ধারে দাঁড়িয়ে বিজেপির মিছিল দেখছিলেন। পাশাপাশি জয় বাংলা স্লোগানও দিচ্ছিলেন। তখনই বিজেপি কর্মীরা তাঁদের দিকে তেড়ে আসেন। এক বিজেপি কর্মী ঝান্ডা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। মাথা থেকে রক্ত পড়তে থাকে। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ অভিযোগ করেন, কন্যা সুরক্ষা যাত্রায় বিজেপি নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। তখন তৃণমূল কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। কাঁচড়াপাড়ায় ঢুকতে বাধা দিচ্ছিলেন। এমনকী বিজেপির পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়। এদিকে, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী সাংবাদিক সম্মেলন করে বলেন, শান্ত এলাকাকে উত্তেজিত করতেই বিজেপির এই কর্মসূচি। বহিরাগত এনে কাঁচরাপাড়াকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)