• দাদাকে খুনের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুই ভাইয়ের বিরুদ্ধে দাদাকে খুন করার অভিযোগ উঠল। পারিবারিক বিবাদের জেরে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উস্তি থানার সরাচি এলাকায়। অভিযুক্ত দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। মৃত ব্যক্তির নাম সাজেদ সর্দার (২৩)। অভিযোগ, প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ঢুকে অশান্তি করতেন তিনি। স্ত্রীকে মারধর থেকে গালিগালাজও করতেন। বুধবার সকালে অশান্তি চরমে পৌঁছয়। তখন দাদা-ভাইয়ের মধ্যে বচসা বাধে। এরপরে এক ভাই বাঁশের টুকরো দিয়ে সাজেদের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা সাজেদকে মৃত বলে ঘোষণা করেন। ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে বলেন, তদন্ত শুরু হয়েছে। আপাতত দুই ভাইকে আটক করে জেরা করা হচ্ছে। এদের মধ্যে একজন নাবালক।
  • Link to this news (বর্তমান)