• সরকারি শিবিরের ব্যানারে মমতার ছবি নেই, ক্ষোভ তৃণমূল কর্মীদের
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের শিবিরে থাকা বেশ কয়েকটি ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি না থাকায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁরা চিৎকার, চেঁচামেচি করে কয়েকটি ব্যানার খুলেও দেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাকদহ ব্লকের হিংনারা পঞ্চায়েতের মহেশচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরে চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোককুমার মণ্ডল পরিস্থিতি সামাল দেন। পঞ্চায়েতের ১৯, ২০ এবং ২৩ নম্বর বুথ থেকে গ্রামবাসীরা বিভিন্ন আবেদন জানাতে এসেছিলেন। শিবিরের প্রবেশ পথের বিভিন্ন জায়গায় এবং বিদ্যালয়ের গায়ে কিছু ব্যানার টাঙানো হয়েছিল। কয়েকজন তৃণমূল কর্মী লক্ষ্য করেন, সেই ব্যানারগুলিতে মুখ্যমন্ত্রীর ছবি নেই। তখন শিবির পরিদর্শনে আসেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। চিৎকার শুনে অশোকবাবু কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের ঠান্ডা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত প্রকল্পের এই শিবিরে টাঙানো ব্যানারে তাঁর ছবিই নেই। সেই কারণে যাঁরা মুখ্যমন্ত্রীকে ভালবাসেন, তাঁদের কয়েকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তাঁদের বলা হয়েছে, আগামী দিনে ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।
  • Link to this news (বর্তমান)