• ব্যাঙ্কে চাকরির নামে প্রতারণা বসিরহাটে
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: খবরে কাগজে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ বসিরহাটের এক সংস্থার বিরুদ্ধে। কয়েকদিন আগে, ব্যাঙ্কে দ্রুত নিয়োগ করা হবে বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় সংস্থাটি। সেই বিজ্ঞাপন দেখে বেশ কয়েকজন ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং ফর্ম ফিলাপ করেন। এরপরই নানান অছিলায় তাঁদের থেকে টাকা দাবি করতে থাকে ওই সংস্থা। এক প্রতারিতর দাবি, দুই ধাপে ৩০ হাজার টাকার মতো নিয়েছে সংস্থাটি। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বুধবার বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। 

    অভিযোগকারী সুব্রত সাহা বলেন, আমার মেয়ে ব্যাঙ্কে চাকরির বিজ্ঞাপন দেখে ফর্ম ফিলাপ করে। এরপর সংস্থাটি নানা বাহানা করে টাকা দাবি করে। আমিও তিরিশ হাজার টাকার মতো দিই। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এদিন বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলাম। পুলিস আধিকারিকরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
  • Link to this news (বর্তমান)