নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশনের সামনে আগ্নেয়াস্ত্র হাতে গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতীকে। বুধবার সাতসকালে শিয়ালদহ স্টেশনের সামনে তাকে হাতেনাতে পাকড়াও করেন কর্তব্যরত শিয়ালদহ ট্রাফিক গার্ডের হোমগার্ড সুজিত খাঁড়া এবং সিভিক রণবীর সিং। পটারি রোডের বাসিন্দা ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস (৩০)। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘড়িতে তখন মেরেকেটে পৌনে ছ’টা। আর পাঁচটা দিনের মতো বুধবার সকালে শিয়ালদহ কোর্টের সামনে ডিউটি করছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের হোমগার্ড সুজিত খাঁড়া এবং সিভিক রণবীর সিং। হঠাৎ এক যুবকের হাঁটাচলা দেখে সন্দেহ হয় সুজিতের। যুবকের টি-শার্টের নীচ থেকে কিছু একটা উঁকি দিচ্ছিল।
সুজিতের কথায়, যুবকের চোখে চোখ পড়তেই সে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এতেই সন্দেহটা আরও কয়েকগুন বেড়ে যায়। সিভিক রণবীরকে সঙ্গে নিয়ে হোমগার্ড ওই যুবককে পাকড়াও করেন। তারপর শুরু হয় তল্লাশি। এই তল্লাশি চালাতে গিয়ে দেখা যায়, ওই যুবকের কোমড়ে গোঁজা রয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র! তড়িঘড়ি হোমগার্ড অস্ত্র উদ্ধারের বিষয়টি জানান সংশ্লিষ্ট জোনের দায়িত্বে থাকা সার্জেন্ট হিরন্ময় সরকারকে। সার্জেন্ট ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র সহ আটক ওই যুবককে এন্টালি থানার পুলিসের হাতে তুলে দেন। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে সে কোথা থেকে ফিরছিল? পাশাপাশি এই আগ্নেয়াস্ত্রটি সে কীভাবে পেয়েছিল। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ‘ধৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তদন্তে নেমেছে পুলিস।’