• পুজোর আগেই কাজ শুরুর আশ্বাস, মহেশতলার ৪টি ওয়ার্ডে রাস্তা সংস্কারের জন্য ৬ কোটি বরাদ্দ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভা এলাকায় সব চেয়ে ঘিঞ্জি ওয়ার্ডগুলির মধ্যে অন্যতম ১৩, ১৪, ১৫ এবং ১৬ নম্বর। এর মধ্যে পুর চেয়ারম্যান দুলাল দাসের ১৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পুর পরিষেবা নিয়ে এইসব ওয়ার্ডের বাসিন্দাদের বিস্তর অভিযোগ। নিকাশি ব্যবস্থা বেহাল। বড় রাস্তা, অলিগলি, গৃহস্থের ঘরে এখনও জমে রয়েছে জল। ১৩ নম্বর ওয়ার্ডের শুকদেবপুর নস্করপাড়া, বঙ্কিমপল্লি, চিত্ত পার্ক, সাপা রায়পুর, শুকদেবপুর বিবেকানন্দ পার্ক, মাদারল্যান্ড, বাগানিপাড়া, বামনপাড়া, ১৫ নম্বর ওয়ার্ডের চককেন্দুয়া স্কুল মাঠ, তেমাথানি হয়ে বেনের দোকান এবং হেলথ সেন্টারের সামনে জল জমে আছে।

    জমা জলের কারণে পিচের রাস্তা ভেঙেচুরে একাকার। রাস্তাজুড়ে বড় বড় খন্দ। যুব কংগ্রেস এবং সিপিএম রাস্তা সংস্কার ও নিকাশির দাবিতে অবরোধ-বিক্ষোভ করেছে। ডেপুটেশন দিয়েছে পুরসভাতেও। ওই চারটি বেহাল ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকার মহেশতলা পুরসভাকে প্রথম পর্যায়ে ছ’কোটি টাকা দিয়েছে। পুজোর আগে ওই টাকায় রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। মঙ্গলবার মহেশতলা পুরসভার সিআইসি সদস্যদের সঙ্গে বৈঠক করেন চেয়ারম্যান দুলাল দাস। এই বৈঠকে ওই চারটি ওয়ার্ডে রাস্তা সংস্কারের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। সিআইসি সদস্য তাপস হালদার বলেন, ওই চারটি ওয়ার্ডের মোট ছ’টি বেহাল রাস্তা মেরামত করার জন্য রাজ্য সরকারের কাছে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। তার মধ্যে প্রথম দফায় ছ’কোটি টাকা মিলেছে। তা দিয়ে রাস্তা ও একটি গার্ডওয়াল তৈরির কাজ শুরু হবে। 
  • Link to this news (বর্তমান)