নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানিং স্ট্রিটের এক গেস্ট হাউস থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকাল সাতটা নাগাদ জলপাইগুড়ির বাসিন্দা পবনকুমার দাসকে মৃত অবস্থায় উদ্ধার করে বড়বাজার থানার পুলিস। পবন খুন হয়েছেন, নাকি কোনওভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এই নিয়ে রহস্য তৈরি হয়। যদিও ময়নাতদন্তের পর বিকেলে চিকিৎসকরা পুলিসকে প্রাথমিকভাবে জানিয়েছেন, পবনকে খুন করা হয়নি। অতিরিক্ত মদ্যপানের কারণে খাবার গলায় আটকে তাঁর মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পবন মঙ্গলবার এই গেস্ট হাউসে ওঠেন। সারারাত রুমে মদ্যপান করেন। সকাল সাতটা নাগাদ ঘর সাফ করতে গিয়ে গেস্ট হাউসের সাফাইওয়ালা দেখেন, দরজা বন্ধ। এরপর জানালা দিয়ে তাঁকে ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। তখন গেস্ট হাউসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থানায় ফোন করে জানান, পবনকুমার দাস বলে একজন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গেই পুলিস ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা পুলিসকে জানিয়েছেন, মৃতের পেটে অ্যালকোহল ছিল। সেই সঙ্গে খাবারও খেয়েছিলেন। শরীরে যে আঘাত রয়েছে, তা খাট থেকে পড়ে যাওয়ার কারণে। অতিরিক্ত মদ্যপানের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।