হাইটবারের উচ্চতা কমাতেই বন্ধ হয়ে গেল বাস আরামবাগের কালীপুরে চরম ভোগান্তি
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হাইটবারের উচ্চতা কমাতেই বুধবার থেকে বন্ধ হয়ে গেল আরামবাগে রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল। কালীপুরে রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে যায় বেসরকারি বাস। তার জেরে চালু হয় কাটা সার্ভিস। রামকৃষ্ণ সেতুতে যাত্রীরা অনেকেই যাতায়াত করছেন টোটোয় চেপে। অনেকে আবার হেঁটেও পেরচ্ছেন সেতু। তাতেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আগামী দু’সপ্তাহ ধরে এভাবেই কাটা সার্ভিস চলবে। বাস চলাচল নিয়ে অবশ্য বিকেলে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে কামারপুকুর, বালি ও বেঙ্গাই থেকে আরামবাগমুখী বাসগুলি কালীপুরে এসে যাত্রা শেষ করবে। অন্যদিকে, চাঁপাডাঙা ও বর্ধমান থেকে আরামবাগগামী বাসগুলি বাসস্ট্যান্ডে এসে থামবে। কালীপুর থেকে আরামবাগ বাসস্ট্যান্ড পর্যন্ত সার্টেল সার্ভিস চলবে।
রামকৃষ্ণ সেতুতে নজরদারি চালানোর জন্য এদিন বসেছে একাধিক সিসি ক্যামেরা। সেতুর গার্ডওয়ালে মাপজোকও চালায় পূর্তদপ্তর। দুপুরে আরামবাগ মহকুমা প্রশাসন এসডিও অফিসে বৈঠক করে বাস মালিক সংগঠনের সঙ্গে। কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরামবাগের সাংসদ মিতালি বাগ এদিন সেতু পরিদর্শন করেন। তিনি বলেন, যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন, সেই জন্য কাটা সার্ভিস চালু হয়েছে। তাই বাস, অটো, টোটো পরিষেবার জন্য সবার সহযোগিতা কাম্য।
হুগলি ইন্টার রিজিয়ন বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে বলেন, কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড তৈরি করে শৌচাগার, পানীয় জল ও যাত্রীদের জন্য শেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। তারসঙ্গে দ্বারাকেশ্বর নদের উপর অস্থায়ী কজওয়ে তৈরির দাবিও জানানো হয়েছে। প্রশাসন তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আমাদের ক্ষতি হবে। তাও যাত্রীদের পরিষেবা দেব। কিন্তু, কালীপুর থেকে রাজ্য সড়কের উপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার আর্জি জানানো হয়েছে। না হলে আরও ক্ষতি হবে।
উল্লেখ্য, গত শনিবার মাঝরাতে রাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। তার জেরে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইটবারের উচ্চতা ৩.২ মিটার করে দেওয়া হয়েছে। তার ফলে এদিন থেকে সেতুর উপর বাস চলাচলও বন্ধ হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে সেতুর উপরে ফুটপাত দিয়ে চলাচলও বন্ধ হতে চলেছে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই সেতুতে মেরামতির কাজ শুরু করা হবে। তারসঙ্গে অস্থায়ী কজওয়ে করতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইঞ্জিনিয়াররা আলোচনা করছেন।
এদিন থেকে কাটা সার্ভিস চালু হওয়ায় দুর্ভোগে পড়েন অনেক যাত্রী। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকার ৭৪ বছরের বাদল গায়েন মঙ্গলবার বাসে চেপে সেতু পেরিয়ে উচালনে যান। কিন্তু, দেখেন বাস বন্ধ। সেতুতে হেঁটেই তিনি কালীপুরে যান। তিনি বলেন, শরীর অশক্ত হয়ে পড়েছে। তাই সেতুতে হেঁটে যেতে অসুবিধা হয়। টোটোতেও খুব ভিড়। বাসের চালকদের একাংশের বক্তব্য, এদিন আচমকাই কাটা সার্ভিস চালু হয়েছে। তারফলে কালীপুরের কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই নানা অসুবিধা হচ্ছে। কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড।