• কোচবিহার জেলাজুড়ে পুলিসের রাতভর অভিযানে কার্তুজ, আগ্নেয়াস্ত্র উদ্ধার
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, শীতলকুচি, দিনহাটা: মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কোচবিহার জেলা পুলিস তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয় তিনজন।  কোচবিহার কোতোয়ালি থানার পুলিস আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত রেজাউল হোসেন কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সুশীল দাস পল্লির বাসিন্দা। তার কাছ থেকে একটি ওয়ান শটার ও দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে কোতোয়ালি থানা। 

    ওই রাতেই গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিনহাটায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম উজ্জ্বলকুমার সাহা ওরফে ঘুটু। সে বউবাজারের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং একটি কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। 

    অন্যদিকে, আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে শীতলকুচি থানার পুলিস। ধৃতের নাম আওলাত মিয়াঁ। সাঙ্গারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তার বাড়ি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের কাঁসারপাড়া গ্রামে। অন্যদিকে, মঙ্গলবার বৃষ্টির রাতে ভাঐরথানা পঞ্চায়েতের ডাকালির হাটে দুষ্কর্ম করার জন্য জড়ো হওয়া সাতজনকে গ্রেপ্তার করে পুলিস। এছাড়া, বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি করায় এক মহিলাকে রাতে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মিনতী দেবনাথ। তার বাড়ি শীতলকুচি ব্লকের গোঁসাইরহাট পঞ্চায়েত এলাকায়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

     কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)