• রাতভর বৃষ্টিতে রাস্তা ধসে দুর্ভোগ পশ্চিম শীতলকুচিতে
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: টানা বৃষ্টিতে গ্রামের পাকা রাস্তা ধসে গিয়েছে। এর জেরে দুর্ভোগে পড়েছেন শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের ঘুঘুরারডাঙা এলাকার  বাসিন্দারা। রাস্তা ধসে যাওয়ায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে গ্রামের কয়েকশো পরিবারকে। 

    বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত পর্যন্ত রাস্তাটি ঠিকই ছিল। কিন্তু রাতভর টানা বর্ষণের জেরে রাস্তাটি ধসে গিয়েছে। বুধবার সকালে বিষয়টি তাঁদের নজরে আসে। মূলত এই রাস্তা দিয়ে পশ্চিম শীতলকুচি গ্রামের বাসিন্দারা শীতলকুচি বাজারে যান। রাস্তাটি ধসে যাওয়ায় বিডিও অফিস হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের মধ্যে ললিতচন্দ্র বর্মন বলেন, সকালে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ বিষয়টি চোখে পড়ে। রাস্তাটি ধসে যাওয়ায় টোটো কিংবা ছোট গাড়ি যেতে পারছে না। অনেকেই বিপজ্জনকভাবে বাইক নিয়ে যাতায়াত করছেন। স্কুল পড়ুয়াদেরও সমস্যা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা উচিত। একই দাবি জানিয়েছেন গ্রামের নূর আলম মিয়াঁ, কৌশিক বর্মনরা। 

    শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপড়ি বর্মন বলেন, বিষয়টি শুনেছি। দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করা হবে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন জানান, বৃষ্টি কমলেই রাস্তাটি চলাচলের উপযোগী করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)