• ১৬ আগস্ট মাদারিহাটে ইন্দো-নেপাল ট্যুরিজম মিট, জলদাপাড়ায় সাফারির রুটে ঝোপঝাড় সাফাই ১ সেপ্টেম্বর, হবে রাস্তা মেরামতও
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ১৫ সেপ্টেম্বর জঙ্গল খুলছে। নতুন পর্যটন মরশুমে পর্যটকদের সুবিধার্থে জলদাপাড়া জাতীয় উদ্যানে ১ সেপ্টেম্বর থেকে সাফারি রুটের ঝোপঝাড় কাটার কাজ শুরু করবে বনদপ্তর। এদিকে, পুজোর আগে নতুন পর্যটন মরশুম থেকে ভারত ও নেপাল দুই দেশের পর্যটনের প্রসারে ১৬ আগস্ট মাদারিহাটে ইন্দো-নেপাল ট্যুরিজম মিট হতে চলেছে। 

    নতুন পর্যটন মরশুম শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি। তার আগেই ১ সেপ্টেম্বর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি ও জিপসি সাফারি রুটের রাস্তায় থাকা জঙ্গল কাটার কাজ শুরু করবে বনদপ্তর। সাফারি রুটের রাস্তাগুলিও মেরামত করা হবে। 

    জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, লাগাতার বৃষ্টির জেরে জঙ্গলের ভিতরে সাফারি রুট ভেঙে গিয়েছে। তাই বৃষ্টি কিছুটা কমলে এবং নতুন পর্যটন মরশুম শুরুর আগে ১ সেপ্টেম্বর থেকে সাফারি রুটগুলি মেরামতের কাজ শুরু করব আমরা। রুটের ঝোপ কাটার কাজ শুরু হবে। এদিকে, জলদাপাড়া জাতীয় উদ্যানের জেপি টাওয়ারের পাশে খোলা জায়গায় এতদিন দু’টি হাতি রাখা হতো। পর্যটকরা যাতে সেই হাতি দেখতে পারেন, তার জন্য আসন্ন পর্যটন মরশুম শুরুর আগেই সেখানে হাতি রাখার শেড তৈরি করে দেওয়া হয়েছে। মাদারিহাটে বনদপ্তরের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ইন্দো-নেপাল ট্যুরিজম মিটের উদ্যোগ নিয়েছে ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। সেই আলোচনা সভায় বনদপ্তরের আধিকারিকরা থাকবেন। নেপালের পর্যটন দপ্তরের চিফ সেক্রেটারি বিশাল ঘিমেরের নেতৃত্বে নেপালের পাঁচ সদস্যের একটি টিম মাদারিহাটে এই মিটে আসবে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, নতুন পর্যটন মরশুম থেকে দু’দেশের পর্যটনের প্রসারে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই সব বিষয় নিয়েই মিটে আলোচনা হবে। সেখানে বনদপ্তরের আধিকারিকরাও থাকবেন।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)