• দ্বীপখণ্ডায় ধানখেতে যুবকের দেহ, খুনের আশঙ্কা পরিবারের
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তপন: তপন ব্লকের ৫ নং দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের জাজিরার এলাকায় যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে দাড়ালহাট থেকে তপন যাওয়ার মূল সড়কের দীপখণ্ডা সংলগ্ন ধানখেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ২৪ বছরের আশিক সরকারকে। স্থানীয়রা বিষয়টি দেখে তৎক্ষণাৎ খবর দেন আশিকের পরিবারকে। তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকের মৃত্যু হয়।

    আশিকের বাড়ি মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর মহুকুড়ি এলাকায় হলেও তিনি দাড়ালহাটের জাজিহার গ্রামে দাদু ওসমান মুন্সীর বাড়িতে থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, আশিকের গলায় দাগ ছিল। যা দেখে রহস্য আরও বেড়েছে।  খুন না অন্য কিছু, নির্দিষ্ট কিছু জানাতে পারেনি পুলিস।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে দাদুর বাড়ি থেকে বের হয়েছিলেন আশিক। মঙ্গলবার দিনভর তপন ও চৌমুহনী এলাকায় তাঁকে ঘোরাঘুরি করতে দেখেছেন আত্মীয়রা। এরপর বুধবার ভোররাতে খবর আসে, ধানখেতে আশিকের দেহ পড়ে রয়েছে। পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের মামা হায়বাবু মুন্সী জানান, দু’দিন আগে আশিক আত্মীয়ের বাড়ি যাবে বলে বেরিয়েছিল। মঙ্গলবার তার ফেরার কথা ছিল। শুনেছি, বন্ধুরা তাকে ফিরতে দেয়নি। ভোররাতে ওর বন্ধুরা ফোন করে জানায়, আশিক ধানখেতে পড়ে আছে। মৃতের মামার সন্দেহ, বন্ধুদের সঙ্গে কোনও ঝামেলা থেকে হয়তো আশিককে খুন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

    এত রাতে আশিক কীভাবে ধানখেতে গেলেন এবং তাঁর গলায় দাগের কারণ কী, তা নিয়ে রহস্য বাড়ছে। 

    তপন থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই প্রকৃত কারণ জানা যাবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)