কমিউনিটি হলে আশ্রয় নিলেও বাড়ছে চিন্তা, বৃষ্টিতে বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বহু মানুষ ঘরছাড়া
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: রাতভর বৃষ্টিতে বালুরঘাট শহরের বহু বাড়িতে ঢুকে পড়ল জল। বেশকয়েকটি ওয়ার্ড জলমগ্ন। শহরের তিন নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ এলাকায় কয়েকটি বাড়িতে জল ঢোকায় মানুষজন কমিউনিটি হলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তিন নম্বর ওয়ার্ডের ওই বাড়িগুলির পাশেই নদীর বাঁধ। আত্রেয়ী নদীতেও জল ক্রমশ বাড়ছে। ভারী বৃষ্টি হলে আরও বহু পরিবারকে ঘরছাড়া হতে হবে, এমনটাই আশঙ্কা করছেন বালুরঘাটবাসী।
শুধু তিন নম্বর ওয়ার্ড নয়, বালুরঘাট শহরের ছিন্নমস্তা, নেপালিপাড়া, পদ্মপুকুর, সাহেব কাছারি সহ ২৫ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিষয়টি নজরে রাখছে বালুরঘাট পুরসভা ও প্রশাসন।
পুরসভার এমসিআইসি বিপুল বলেন, বুধবার রাতে ব্যাপক বৃষ্টিতে শহরের অনেক জায়গায় জল জমেছে। উঁচু এলাকা থেকে জল দ্রুত নেমেও যাচ্ছে।
তিন নম্বর ওয়ার্ডে কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়েছে। পরিবারের সদস্যদের স্থানীয় কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরিবারগুলিকে পুরসভার তরফে খাবার দেওয়া হয়েছে। গোটা শহরের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুলালি। তিনি বলেন, ভারী বৃষ্টির জন্য নিচু এলাকার কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। পরিবারগুলির কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করেছি।
বালুরঘাটের মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে খবর, মঙ্গলবার রাতে বালুরঘাট সহ আশেপাশের অঞ্চলে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৭ আগস্ট পর্যন্ত।
একরাতের বৃষ্টিতেই নাজেহাল অবস্থা, তাতে আরও কয়েকদিন ভারী বৃষ্টি হলে শহরের বহু ওয়ার্ড জলের তলায় যেতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বহু মানুষ। রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে শহরের বহু জায়গায় জল জমে রয়েছে। শহরের ছিন্নমস্তা কলোনির রাস্তায় এখনও হাঁটুসমান জল। বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। শহরের অন্য ওয়ার্ডেও একই পরিস্থিতি।
তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন সূত্রধর, ইতি সূত্রধর বলেন, আমাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। ঘরের মধ্যে জল ঢোকায় আমরা ঘরছাড়া। রাতেই শিশুদের নিয়ে কমিউনিটি হলে আশ্রয় নিয়েছি। কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় তাঁদের কপালে চিন্তার ভাঁজ। ইতি বলেন, এভাবে বৃষ্টি হলে আমাদের বাড়িঘর সব ডুবে যাবে।