নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জল-যন্ত্রণা নিয়ে জমজমাট রায়গঞ্জের রাজনীতি। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী বনাম রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকারের তরজা চরমে। অন্যদিকে, শহরের জমা জলে সাঁতার কেটে পুর কর্তৃপক্ষকে কটাক্ষ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর। সবমিলিয়ে নাগরিকদের জল-যন্ত্রণা নিয়ে জোর চর্চা রায়গঞ্জ শহরে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিদ্রোহী মোড়, এনবিএসটিসি বাসস্ট্যান্ড, বীরনগর, পূর্ব নেতাজিপল্লি, তুলসীতলা, মিলনপাড়া, উকিলপাড়া, কুমারডাঙির কয়েকটি রাস্তায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ। তবে বৃষ্টি কমতেই কয়েকঘণ্টার মধ্যে বেশিরভাগ জায়গায় জল নেমে যায়। কিছু জায়গায় জল জমেছে। এই জমা জলের সমস্যা নিয়েই দিনভর চলল রাজনৈতিক তরজা।
এদিন সকালে শহরের ব্যস্ততম রাস্তা বিদ্রোহী মোড়ে ও সংলগ্ন এলাকায় জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জানান বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তাঁর অভিযোগ, বৃষ্টি হলেই পুরসভার অকর্মণ্যতার জন্য শহরের বহু রাস্তা জলমগ্ন হচ্ছে। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এরপরই শহরের জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন কৃষ্ণ কল্যাণী। তিনি বিদ্রোহী মোড়, বীরনগর এলাকার বিস্তীর্ণ অংশের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। জমা জলে সাঁতার কাটায় বিজেপি নেতাকে জোকার বলে কটাক্ষ করেন বিধায়ক। বলেন, অনেক নদী, পুকুর থাকলেও সংবাদ শিরোনামে আসতেই জমা জলে সাঁতারের নাটক করেছেন বিজেপি নেতা। পাশাপাশি, পুরসভাকে নিকাশিনালা সাফাইয়ে জোর দেওয়ার পরামর্শ দেন বিধায়ক। নিকাশিনালায় প্লাস্টিক সহ কঠিন বর্জ্য না ফেলার জন্যও শহরবাসীর কাছে আবেদন জানান। রায়গঞ্জের বিধায়ক বলেন, এখানকার মানুষের সমস্যা দেখতে আমাকে প্রয়োজনে রাস্তায় নামতেই হবে। বিধায়কের এই পরিদর্শনকে সরাসরি কটাক্ষ করেছেন উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার। বলেছেন, বিধায়কের অভ্যেস হয়ে গিয়েছে পুরসভার বিরুদ্ধে বলার। এটা ওঁর শোভা পায় না। রায়গঞ্জে কোথাও সামান্য জল জমলেই বিধায়ক সেখানে গিয়ে নাটক শুরু করেন। বৃষ্টি কমলেই এখানে জল নেমে যায়। কোথাও পাম্প লাগিয়ে জল বের করা হয়। তিনি নিজের দায়িত্ব পালন না করে অন্যের দিকে আঙুল তুলছেন। বিজেপিতে থাকাকালীন কৃষ্ণ কল্যাণী কেন মাস্টার প্ল্যান করতে পারেননি, সে প্রশ্নও তুলেছেন উপ পুরপ্রশাসক। অন্যদিকে, ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের প্রবেশপথ। এতে ভোগান্তিতে পড়েন রোগীর আত্মীয়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। বৃষ্টির জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর।।-নিজস্ব চিত্র