• বৃষ্টি হচ্ছে, বন্ধ অঙ্গনওয়াড়ি!
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বৃষ্টির অজুহাতে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র! এমন অভিযোগ উঠতেই তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর-১ এর মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। অভিযোগ উঠেছে কর্মী মণিকুন্তলা সাহার বিরুদ্ধে। যদিও কর্মীর সাফাই, বৃষ্টির কারণে সিডিপিওকে জানিয়ে এদিন বন্ধ রাখা হয়েছিল। 

    অভিযোগ, কেন্দ্রটি শান্তিপাড়ায় রয়েছে। তবে, কর্মী মহেন্দ্রপুরে নিজের বাড়িতে খেয়ালখুশি মতো‌ কেন্দ্র চালান। কেন্দ্র থেকে নিয়মিত খাবার দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে ছুটি রাখেন। অভিযোগ করলে গালিগালাজ করেন। এদিন বিক্ষোভকারী অভিভাবক সালেমা খাতুন বলেন, সকাল দশটায় কেন্দ্র খোলে। এগারোটার মধ্যেই বন্ধ। কেউ একটু দেরিতে গেলে খাবার দেন না আইসিডিএস কর্মী। কেন্দ্রে মেনু চার্ট টাঙানো থাকলেও সেই অনুযায়ী খাবার দেওয়া হয় না। যেদিন গোটা ডিম দেওয়ার কথা, সেদিনই সেন্টার বন্ধ থাকে।  আর এক অভিভাবক রেশম খাতুন বলেন, ওই কর্মী কেন্দ্র থেকে মর্জিমাফিক খাবার দেন। শিশুদের কোনওদিন পড়াশোনা করান না। এদিন বৃষ্টির অজুহাত দিয়ে কেন্দ্র বন্ধ রেখেছিলেন। কেন্দ্র কেন‌ বন্ধ রাখা হয়েছে, প্রশ্ন করতেই ক্ষিপ্ত হন কর্মী। তাঁর ব্যবহারে অভিভাবকরা ক্ষুব্ধ। এদিন কেন্দ্র লাগোয়া মুদি দোকানে ঠায় বসে থাকেন তিনি। সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে বলেছেন,  বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে রান্না করতে পারিনি। বিষয়টি সিডিপিওকে ফোনে জানিয়েছি। হরিশ্চন্দ্রপুর ১ এর সিডিপিও আব্দুস সাত্তার বলেন, বৃষ্টির কারণে রান্না করতে পারেননি। বিষয়টি ওই কর্মী সকালে আমাকে ফোন করে জানিয়েছিলেন। এরপর থেকে কেন্দ্রে নিয়মিত রান্না হবে। নিয়মিত খাবার না দেওয়ার অভিযোগের তদন্ত করে দেখব।  অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)