• ডুয়ার্সে গাড়ির সিন্ডিকেটরাজের ‘শিকার’ কলকাতার পর্যটক দল
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: ডুয়ার্সে ঘুরতে এসে গাড়ির সিন্ডিকেটরাজের হয়রানির শিকার হয়ে বেড়াতে পারল না কলকাতার একটি দল। বুধবার সন্ধ্যায় তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে গেল ১৩০ জনের ওই পর্যটক দলটি। এনিয়ে ক্ষুব্ধ গোরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিন্ডিকেটরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 

    ওই দলে থাকা পর্যটক সুরজিৎ ঘোষ বলেন, আমরা গত ১১ আগস্ট দক্ষিণ ধূপঝোরার একটি রিসর্টে উঠি। পরিকল্পনা ছিল দু’দিন ডুয়ার্সের বিভিন্ন এলাকা দেখব। কিন্তু এখানে যে গাড়ির সিন্ডিকেটরাজ রয়েছে, জানা ছিল না। সিন্ডিকেটের দুই গোষ্ঠীর লোকেরা রিসর্ট থেকে বের হতেই দেননি। বুধবার সামসিং, ঝালং, বিন্দু যাব বলে পরিকল্পনা করে এসেছিলাম। কোনওমতে গাড়ি ঠিক করে বের হলেও মাঝরাস্তায় বিপত্তি। সিন্ডিকেটের লোকেরা বাতাবাড়ি ফার্ম বাজারের কাছে গাড়ি থেকে আমাদের নামিয়ে দেয়। তিনঘণ্টা বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থাকি। ডুয়ার্সে আসার তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আর কোনওদিন ডুয়ার্সে আসব না। 

    গোরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তজমল হক বলেন, যেভাবে হয়রানির শিকার হয়ে পর্যটকরা ফিরে গেলেন, তাতে ডুয়ার্স সম্পর্কে খারাপ অভিজ্ঞতা হল। পর্যটন ব্যবসার ক্ষতি হয়ে গেল। এভাবে চলতে থাকলে পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে। ওই সিন্ডিকেটের লোকেদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আর্জি রাখব। মেটেলি থানার আইসি মিংমা লেপচা বলেন,অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। -ফাইল চিত্র  
  • Link to this news (বর্তমান)