কাউন্সিলারকে জানিয়েও লাভ হয়নি, চাঁদা তুলে রাস্তা মেরামত বাসিন্দাদের
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এলাকার কাউন্সিলারকে বারবার জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে চাঁদা তুলে বুধবার ভাঙা রাস্তা সংস্কার করলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সেনপাড়ায়। গাঁটের টাকায় রাস্তা সংস্কারের কাজে শামিল বাসিন্দাদের বক্তব্য, এলাকায় রাস্তার হাল খুবই খারাপ। রাস্তায় এমনিতেই বড় বড় গর্ত তৈরি হয়েছে। তার উপর সেগুলিতে জল জমে আরও বিপজ্জনক হয়ে উঠছে। ভাঙা রাস্তায় চলতে গিয়ে মাঝেমধ্যেই উল্টে যাচ্ছে টোটো। পড়ে গিয়ে জখম হচ্ছেন মানুষজন। স্থানীয় কাউন্সিলারকে একাধিকবার বলেও লাভ হয়নি। তাই চাঁদা তুলে ওই ভাঙা রাস্তা সারানো হল।
জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বরূপ মণ্ডলের দাবি, পূর্ব সেনপাড়ায় রাস্তায় গর্ত ভরাটের জন্য পুরসভার কাছে সুড়কি চাওয়া হয়েছে। কিন্তু চাইলেই তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সুড়কি এলে নিশ্চয়ই ওই রাস্তায় গর্ত ভরাট করে দেওয়া হতো। তাঁর দাবি, রাস্তাটি অনেকটা বড়। ফলে পাড়ায় সমাধান-এর মাধ্যমে সংস্কার করা সম্ভব নয়। রাস্তাটি নতুন করে তৈরির জন্য এসজেডিএ’র কাছে প্রায় ৭০ লক্ষ টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিধায়কের মাধ্যমে ওই রাস্তাটি তৈরির পাশাপাশি নিকাশিনালা ও গার্ডওয়ালের জন্য প্রায় ৩ কোটি টাকার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই রাস্তাটি করা হবে।
পূর্ব সেনপাড়ার বাসিন্দা বিমল সেন বলেন, আমাদের এলাকার রাস্তা যাতায়াতের মতো ছিল না। কাউন্সিলারকে বলা হলেও ভাঙা রাস্তা আর সংস্কার হচ্ছিল না। সেকারণে আমরা এলাকার প্রায় ৫০ জন মিলে চাঁদা তুলে সুড়কি কিনে রাস্তার গর্ত ভরাট করলাম।
তাঁর কথায়, রাস্তায় গর্তের কারণে দু’দিন আগেই পড়ুয়াদের নিয়ে স্কুলে যাওয়ার পথে একটি টোটো উল্টে যেতে যেতে রক্ষা পায়। এরপরই সিদ্ধান্ত নিই, কাউন্সিলারের ভরসায় না থেকে চাঁদা তুলে রাস্তা মেরামত করব। নিজস্ব চিত্র