ময়নাগুড়ি নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ‘উৎসর্গ’এবার নজর কাড়বে
বর্তমান | ১৪ আগস্ট ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: টাইম মেশিনে পুরনো দিনে ফিরে যাওয়ার গল্প বিভিন্ন সিনেমায় আমরা দেখে থাকি। এবার কোনও মেশিন নয়, সরাসরি ১০০ বছর আগের দিনে ফিরে যাবেন ময়নাগুড়ি নতুন বাজার দুর্গাপুজো কমিটির মণ্ডপে এলে। ৫৭ তম বর্ষে ময়নাগুড়িবাসীদের জন্য এবছর এমনই চমকপ্রদ মণ্ডপ তৈরি করছে নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এ বছর থিম ‘উৎসর্গ’। বুধবার ময়নাগুড়ি নতুন বাজারের কর্মতীর্থ ভবনে পুজো উদ্যোক্তারা খুঁটিপুজো করেন। কমিটির সদস্যরা লোকজনকে লাড্ডু বিতরণ করেছেন।
প্রতি বছর ময়নাগুড়িবাসীদের জন্য নতুনত্ব পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে নতুন বাজার দুর্গাপুজো কমিটি। এ বছরেও ব্যতিক্রম হচ্ছে না। এই পুজো কমিটি দু’বার বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে। এ বছরেও অন্যান্য পুজো কমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন পুজো কমিটির সদস্যরা।
কমিটির সভাপতি মনোজ রায়, যুগ্ম সম্পাদক সমীর সাহা ও সৌমেন সাহা, কোষাধ্যক্ষ উত্তম পাল। পুজো কমিটির হিসেবরক্ষক জয়দেব চৌধুরী ও উত্তম সরকার। উদ্যোক্তারা বলেন, ১০০ বছর আগে আমরা কেমন পরিবেশে ছিলাম এবং বর্তমানে কেমন, সেটাই মণ্ডপসজ্জায় তুলে ধরব। সেই সময় প্লাস্টিক ক্যারিব্যাগ ছিল না, ছিল না থার্মোকল। তখন মানুষ কীভাবে বাজার করতেন, তা এখানে এলে দেখা যাবে। ১০০ বছর আগের মানুষের জীবনযাপনও তুলে ধরা হবে। প্রচুর মডেল থাকবে মণ্ডপে। লাইট ও শব্দের খেলা হবে। মণ্ডপটি তৈরি করছেন ময়নাগুড়ির শিল্পী জয় চন্দ। আলো এবং প্রতিমাও ময়নাগুড়ির শিল্পী তৈরি করছেন।
পুজো কমিটির সদস্য সিদ্ধার্থ সরকার বলেন, আমাদের মণ্ডপে এলে দর্শনার্থীরা পুরনো দিনে ফিরে যাবেন। ১০০ বছর আগে মানুষের জীবনযাত্রা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি, একেবারে ভিন্ন ধরনের মণ্ডপ দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। মণ্ডপ তৈরি করা হবে কাঠ, বাঁশ, চট সহ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে। নিজস্ব চিত্র