• কলকাতা লিগ নিয়ে আবার জটিলতা, বুধবার খেলবে না মোহনবাগান, চিঠি দিয়ে জানিয়ে দিল বঙ্গের ফুটবল নিয়ামক সংস্থাকে
    আনন্দবাজার | ১৩ আগস্ট ২০২৫
  • কলকাতা ফুটবল লিগ নিয়ে নতুন জটিলতা। এ বার খেলার ব্যাপারে বেঁকে বসল মোহনবাগান। তারা আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, বুধবার মেসারার্সের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলবে না।

    মোহনবাগানের এক সূত্র থেকে জানা গিয়েছে, গত ৮ অগস্ট তারা রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি দিয়ে অনুরোধ করেছিল, কলকাতা লিগে তাদের বাকি ম্যাচ যেন ডুরান্ড কাপের পরে করা হয়।

    কারণ হিসেবে মোহনবাগান জানায়, ডুরান্ডে তাদের ১৬ জন ফুটবলার খেলছেন। তাঁদের মধ্যে ৯ জন নিয়মিত প্রথম একাদশে খেলছেন। তাঁরাই আবার কলকাতা লিগেও খেলছেন। এই ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন। কোনও ভাবেই একসঙ্গে দুটো প্রতিযোগিতায় খেলা সম্ভব নয়। তাই ডুরান্ড শেষ হলেই যেন তাদের লিগের ম্যাচ দেওয়া হয়।

    কিন্তু অনেকে মনে করছেন, লিগের সূচি নিয়ে মোহনবাগানের অভিযোগ আগে থেকেই। মোহনবাগান মনে করছে, সুপার সিক্সে যাতে ইস্টবেঙ্গলের ওঠা সহজ হয়, সেই কারণেই নাকি আইএফএ এই সূচি তৈরি করেছে।

    সবুজ-মেরুন শিবিরের দাবি, তারা চিঠি দেওয়া সত্ত্বেও ১৩ অগস্টই মেসারার্সের বিরুদ্ধে তাদের ম্যাচ দেওয়া হয়েছে। বুধবার খেলতে না চেয়ে দ্বিতীয় চিঠি দিয়েছে মোহনবাগান। আইএফএ এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।
  • Link to this news (আনন্দবাজার)